Viral Video: হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ঢুকল গরু, চিবিয়ে খেল ফেলে রাখা তুলো-বর্জ্য
Viral Video of Cow: হাসপাতাল জুড়ে কুকুর-বিড়াল ঘুরে বেড়াচ্ছে এমন ঘটনা মাঝে মধ্যেই শোনা যায়। সোশাল মিডিয়ায় দেখা যায় ভিডিওগুলিও। আইসিইউ-এর মতো ইউনিটে গরু ঢুকে পড়া এই প্রথম।
নয়া দিল্লি: সরকারি হাসপাতালের (Govt Hospital) দুর্দশা, দুরবস্থার নানা চিত্র আমাদের সামনে আসে। নোংরা, ব্যবহারের অযোগ্য, হাসপাতাল জুড়ে কুকুর-বিড়াল ঘুরে বেড়াচ্ছে এমন ঘটনা মাঝে মধ্যেই শোনা যায়। সোশাল মিডিয়ায় (Social Media) দেখা যায় ভিডিওগুলিও। তবে আইসিইউ (ICU)-এর মতো ইউনিটে গরু (Cow) ঢুকে পড়া এই প্রথম।
মধ্যপ্রদেশে একটি সরকারি হাসপাতালে দেখা গেল এই দৃশ্য। আইসিইউতে গরু ঘুরে বেড়ানোর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। গোটা ঘটনাটি নিয়ে হইচই পড়ে গিয়েছে।
জানা যাচ্ছে মধ্যপ্রদেশের রাজগড় জেলার একটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। তবে গরুটি যে কেবল আইসিইউ এর মতো জায়গায় ঢুকে পড়েছিল তা নয়। সেখানকার বর্জ্যও খাচ্ছিল বলে অভিযোগ। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে উঠছে প্রশ্ন।
In a shocking incident, a cow entered the intensive care unit (ICU) of a hospital in Rajgarh district of Madhya Pradesh. The cow was seen roaming freely and eating medical waste from the garbage bins present in the hospital premises.#Cow #ViralVideos #MadhyaPradesh #Viral pic.twitter.com/XLVukLcYo3
— AH Siddiqui (@anwar0262) November 19, 2022
আরও পড়ুন, তিহাড় জেলের সেলে ম্যাসাজ নিচ্ছেন মন্ত্রী! ভিডিও প্রকাশ্যে আসতেই তরজা শুরু
রোগীদের শয্যার পাশেই চড়ে বেড়াতে দেখা যায় গরুটিকে। তবে বিষয়টি চোখে পড়তেই সেটিকে তাড়িয়ে হাসপাতালের বাইরে বের করে দেন নিরাপত্তারক্ষী, এমনটাই জানা গিয়েছে। জেলা হাসপাতালের তরফে বিবৃতিতে বলেন, “আইসিইউতে গরু ঘুরে বেড়ানোর খবর পাওয়ার পরই পদক্ষেপ করা হয়েছে। দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীকে কর্তব্যের গাফিলতির জন্য সাসপেন্ড করা হয়েছে।”
প্রসঙ্গত, বিজেপি শাসিত রাজ্যে চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। রোগীর আত্মীয়রাও এই অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন। তাঁরা আরও জানিয়েছেন, হাসপাতালে বিভিন্ন জায়াগায় নোংরা পড়ে থাকে। অভিযোগ করা হলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।