Viral Video: 'মোটা মাইনে'র কর্পোরেট-বাবুও লজ্জায় লাল হবেন এই ফুচকাওয়ালার আয় শুনে
Viral News: মাসিক আয় প্রায় কয়েক হাজার হাজার টাকা! শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়
নয়া দিল্লি: রাস্তার ধারে কোনও দোকানও নয়, ঠেলায় বসে ফুচকা (Phuchka) বিক্রি করেন। আর সেখান থেকেই মাসিক আয় প্রায় কয়েক হাজার হাজার টাকা! শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশাল মিডিয়ায় (Social Media)। অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন, তাঁদের আয় নিয়ে নানা রকমের ভিডিও সোশালে ভাইরাল হয়ে থাকে। এবার তেমনই এক ফুচকা বিক্রেতার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
সেখানে তিনি বলেছেন তার প্রতিদিনের আয় কত! যা শুনে কর্পোরেট সংস্থার কর্মীদের চোখ কপালে ওঠার অবস্থা। ৯টা-৫টা ডিউটি যারা করে থাকেন তাঁরাও হয়তো এই মাসিক আয় করেন না, এমনটাই মন্তব্য নেটিজেনদের।
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, এক ইনস্টা ইউজার @vijay_vox এক ফুচকাবিক্রেতার সঙ্গে আলাপচারিতা করছে। সেখানে ওই ফুচকাবিক্রেতার আয় শুনে তো হতবাক ওই ইউজারও। যদিও এই ভিডিওর স্থান সম্পর্কে বিস্তারিত বলা নেই ভিডিওতে। এই ভিডিওর সত্যতাও যাচাই করেনি এবিপি আনন্দ।
কী জানিয়েছেন ওই ফুচকা বিক্রেতা?
যখন তাঁকে দৈনিক আয়ের কথা জিজ্ঞেস করেন ইনস্টা ইউজার, তখন তিনি প্রথমে বলেন তাঁর আয় ২৫০০ টাকা। ইউজার ভেবেছিলেন হয়তো মাসিক আয়ের কথা বলেছেন ফুচকা বিক্রেতা। তবে এরপর যখন তিনি বলেন এটা তাঁর দৈনিক আয়। অর্থাৎ মাসে তিনি আয় করেন ৭৫ হাজার টাকা।
ইউজার এই ভিডিওটি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়েছে। কারণ নেটিজেনদের বক্তব্য, এমন বেতন এন্ট্রি লেভেল কর্মীরা তো পায় না, এমনকি মিড-লেভেল কর্পোরেট কর্মীরাও পায় না।
আরও পড়ুন, চোখের মণিতে আচমকাই প্রবল যন্ত্রণা! বেরল ৬০টি জীবিত কৃমি!
তবে এখন আর ফুচকা শুধু স্ট্রিট ফুডের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটিকে নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্টও হয়ে থাকে। তেঁতুল জল, পুদিনা জল ছাড়াও দই, সফট ড্রিঙ্কস, ডাবের জল দিয়েও ফুচকা পরিবেশন করা হচ্ছে, যা জমিয়ে খাচ্ছেন ছোট-বড় সকলেই।