Viral Video: 'রোগা হতে জিমে এল সাপ'! ভাইরাল ভিডিও দেখে অবাক সোশাল মিডিয়া
Viral News: ভাইরাল হওয়া পোস্টটি অরুণ বোথরা টুইটারে শেয়ার করেছেন। একটি সাপের দুটি ছবি দেখানো হয়েছে যেটিতে দেখা যাচ্ছে সাপটি জিমে ঢুকে পড়ার চেষ্টা করছে।
কলকাতা: ইন্টারনেটে নানারকম অবাক করা কাণ্ডের ভিডিও, ছবি এগুলি পোস্ট হতেই থাকে। এরই মধ্যে কিছু ছবি আমাদের মন কেড়ে নেয়, কিছু ছবি দেখে আমরা অবাক হই, আমাদের কিছু ছবি দেখে তাজ্জবও হই। ইন্টারনেটে উদ্ভট বিষয়বস্তুর কোন অভাব নেই। এই ভাইরাল ভিডিওটি যেন তেমনই। ভারতীয় আইপিএস অফিসারের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে জিমে ঢোকার চেষ্টা করছে একটি বিশাল লম্বা সাপ।
ভাইরাল হওয়া পোস্টটি অরুণ বোথরা টুইটারে শেয়ার করেছেন। একটি সাপের দুটি ছবি দেখানো হয়েছে যেটি তার জিমে ঢুকে পড়ার চেষ্টা করছে। আমন্ত্রিত অতিথির ছবি শেয়ার করার সময় অরুণ বোথরা লিখেছেন, "তাকে জিমে লুকিয়ে পড়ার চেষ্টা করতে দেখা গেছে। যদিও সে ইতিমধ্যেই অনেক স্লিম।"
Found him trying to sneak into gym. But he is already so slim 🙄 pic.twitter.com/fk9FRIelJ3
— Arun Bothra 🇮🇳 (@arunbothra) September 21, 2022
, দেখুন বাকি নেটিজেনরা কে কী লিখলেন-
Why didn’t you check his diet plan 😂
— Nimmi Gill (@Nimratforgill) September 21, 2022
May be he wants to gain weight. 😂
— Vinay (@grvina4989) September 21, 2022
Came as a coach ..
— |/| / || |_| (@manudutt) September 21, 2022
He definitely skipped Leg day.
— TheBoringGuy (@NurulQuamar) September 21, 2022
Hahaha.. Not all going to gym for being slim. Some go for fitness also.. 🧐
— Manoj (@Manojquest) September 21, 2022
Be careful.. 😉