Viral Video: উড়ছে চন্দ্রযান ৩! মাঝ আকাশ থেকে ক্যামেরাবন্দি 'ঐতিহাসিক মুহূর্ত'! সত্যি না কি ভুয়ো?
Chandrayaan 3: চেন্নাই থেকে ঢাকাগামী একটি বিমানের জানলা থেকে দেখা গিয়েছে চন্দ্রযান ৩-এর উড়ান। সেই ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।
কলকাতা: এমন দৃশ্য দেখা যায় না। যাঁরা ভাগ্যে বিশ্বাস করেন, তাঁরা বলেন, সৌভাগ্য না থাকলে এমন মুহূর্তের সাক্ষী থাকা যায় না। যদি সেটাই মেনে নেওয়া হয় তাহলে বলা যায় এই বিমানের কিছু যাত্রীদের সেই সৌভাগ্য ছিল। তাই তাঁরা মাঝ আকাশে বিমানে বসে দেখতে পেয়েছেন চন্দ্রযান ৩-এর উড়ান। এমন ভিডিও ভাইরাল হয়েছে।
১৪ জুলাই, শ্রীহরিকোটায় সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে দুপুর ২টো বেজে ৩৫ মিনিটে লঞ্চ হয়েছিল চন্দ্রযান ৩। সেই উড়ান দেখার জন্য অনেকেই নির্দিষ্ট ওয়েবসাইটে রেজিস্টার করেছিলেন। অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। সেই উৎক্ষেপণের মুহূর্তের নানা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে সেই সবকটিই ছিল মাটি থেকে কিন্তু যে ভিডিও ভাইরাল হয়েছে তা আকাশ থেকে তোলা। যদিও এই ভিডিওটি আদৌ সত্যি কি না তা এবিপি লাইভ কপি লেখা পর্যন্ত চেক করে দেখেনি।
একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দাবি করা হয়েছে, চেন্নাই থেকে ঢাকাগামী একটি বিমানের জানলা থেকে দেখা গিয়েছে চন্দ্রযান ৩-এর উড়ান। সেই ভিডিও এখন নেটে ভাইরাল। নানা ফেসবুক অ্যাকাউন্ট থেকেও এই ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিও সূত্রে জানা যাচ্ছে, চেন্নাই থেকে ঢাকাগামী ওই বিমান ওড়ার ঠিক পরপরই বিমানের পাইলট ঘোষণা করেন ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্য জানলা দিয়ে বাইরে দেখতে। তখনই বিমানের যাত্রীর ক্যামেরায় বন্দি হয় ঐতিহাসিক এই মুহূর্ত। ভিডিওতে দেখা যাচ্ছে, নীল আকাশের বুক চিরে চাঁদের দিকে যাচ্ছে চন্দ্রযান ৩। এই ভিডিও এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল।
ভারতের মহাকাশ গবেষণা ক্ষেত্রে অন্যতম মাইলস্টোন চন্দ্রযান ৩। চন্দ্রযান ৩ প্রায় তার আগের ভার্সান অর্থাৎ চন্দ্রযান ২- এর মতোই। তবে চন্দ্রযান ২- এর সময় অর্থাৎ ভারতের দ্বিতীয় চন্দ্র অভিযানের সময় মহাকাশযানে ছিল একটি অরবিটার। কিন্তু চন্দ্রযান ৩- এর ক্ষেত্রে এই অরবিটার নেই। ২০১৯ সালের ২২ জুলাই লঞ্চ হয়েছিল চন্দ্রযান ২। তার প্রায় চার বছরের মাথায় এবার উৎক্ষেপণ হল চন্দ্রযান ৩।
ISRO-এর এই অভিযানে ৬১৫ কোটি টাকা খরচ হচ্ছে। চন্দ্রযান ২ এর তুলনায় অনেকটাই কম খরচ হয়েছে। আগের অভিযানে খরচ হয়েছিল ৯৬০ কোটি টাকা। যদিও সেই অভিযানে একটি বড় অংশ ব্যর্থ হয়েছিল কারণ, চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডার অসফল হয়েছিল। চন্দ্রযান ৩- এর অভিযান শুরু থেকে শেষ করতে সময় লাগবে মোট এক চন্দ্র দিন অর্থাৎ প্রায় পৃথিবীর প্রায় ১৪ দিনের সমান। এতে যে ল্যান্ডার রয়েছে সেটি চাঁদের মাটিতে মাসখানেকের একটু বেশি সময় ধরে পর্যবেক্ষণ চালিয়ে তথ্য সংগ্রহ করবে। ২২ বা ২৩ আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান ৩।
ভিডিও ভাইরাল হলেও এমন দাবি করা যায় না যে এটি একেবারে সত্যি। নেটদুনিয়ার এমন অনেক খবর বা ভিডিও ভাইরাল হয় যা আদতে সত্যি নয় বা অন্য কোনও খবর, যার সঙ্গে উক্ত ঘটনার কোনও যোগাযোগ নেই। ফলে এই ভিডিওটিও সেরকম হতে পারে। যদি কোনও রকম ভুয়ো ভিডিও হয় এটি, তাহলে আমরাই সঙ্গে সঙ্গে জানাব আপনাদের।
আরও পড়ুন: লিঁজিয় অফ অনার! ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি