Viral Video: জুতো পরতে গিয়েই চরম বিপদ! ফণা তুলে বেরিয়ে এল কেউটে
Snake Video: মজার ছলে সুশান্ত ক্যাপশান লেখেন, ‘জুতো পরার চেষ্টা করছে কেউটে সাপ।’ এর পরেই অবশ্য বর্ষার দিনে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
নয়া দিল্লি: বর্ষাকাল মানেই সাপের উপদ্রব। বর্ষা (Monsoon) এলেই সাপেরা (Snake) নিজেদের গর্ত থেকে বেরিয়ে বাড়ির আনাচে কানাচে স্যাঁতস্যাঁতে জায়গায় ঘাপটি মেরে থাকে। মৃত্যু (Death) কখন কোথায় লুকিয়ে রয়েছে বোঝা কঠিন। বিশেষত বর্ষার দিনে।
সোশাল মিডিয়ায় এক বনকর্তার পোস্ট করা গা শিউরে ওঠা ভিডিও সেকথাই প্রমাণ করল। দেখা গেছে, মহিলার জুতোর ভেতরে লুকিয়ে একটি কেউটে সাপ। জুতোয় হালকা নাড়া পড়তেই সেটি আক্রমণের ভঙ্গিতে ফণা তোলে। ভাইরাল এ ভিডিও দেখে আঁতকে উঠছে নেটিজেনরা।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) অফিসার সুশান্ত নন্দা পোস্ট করেছেন ভিডিওটি। মজার ছলে সুশান্ত ক্যাপশান লেখেন, ‘জুতো পরার চেষ্টা করছে কেউটে সাপ।’ এর পরেই অবশ্য বর্ষার দিনে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ভিডিওটি প্রায় লাখ খানেক ভিউ হয়েছে। অসংখ্য মানুষ শেয়ার করেছেন। মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স।
Cobra trying a new footwear😳😳
— Susanta Nanda (@susantananda3) October 5, 2023
Jokes apart, as the monsoon is coming to a close, please be extra careful. pic.twitter.com/IWmwuMW3gF
কমেন্টে ভয়ের অনুভূতির কথা বলেছেন নেটিজেনদের বড় অংশ। ভিডিও শেয়ার করে পরামর্শ দেয়ায় অনেকে ধন্যবাদ জানিয়েছেন বনকর্তাকে। এক নেটিজেন ভিডিও শেয়ার করে ব্যক্তিগত অভিজ্ঞতাক কথা লিখেছেন। তার মতে, কেবল জুতো নয়, পাশাপাশি মোজা, জামা, এমনকি ছাতাও সতর্ক হয়ে স্পর্শ করা উচিত বর্ষার দিনে। নচেত মুহূর্তের ভুলে ভয়ানক বিপদ হতে পারে। কারণ মৃত্যু কখন কোথায় লুকিয়ে বোঝা কঠিন।
আরও পড়ুন, পৃথিবীর নরক বলা হয় এই এলাকাকে! কেন?
জুতো পরার সময় সাধারণত আমরা কেউই বিশেষ নজর দিই না। তাড়াহুড়োয় চট করে পায়ে গলিয়েই বেরিয়ে যাই। কিন্তু না, এই স্বভাব যদি আপনার থাকে, তাহলে এখনই বদলে ফেলুন। বিশেষ করে বর্ষাকালে। ঢাকা জুতো পরতে হলে সবসময় জুতো ঝেড়ে নিয়ে পড়ুন। নাহলে আপনার জুতোর ভিতর ঢুকে থাকতে পারে সাপ।