(Source: ECI/ABP News/ABP Majha)
Viral Video: সাপকে চিবিয়ে খেল হরিণ, 'তৃণভোজীর' এমন 'মাংস' খাওয়া দেখে হতবাক নেটিজেনরা!
Viral News: ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা একটি ভিডিও শেয়ার করেছেন। হরিণগুলিকে তৃণভোজী হিসাবে দেখা হয়ে থাকে।
কলকাতা: হরিণকে তৃণমূলভোজী প্রাণী হিসেবেই দেখা হয়। হরিণের কয়েকটি উপপ্রজাতি প্রাণী ব্যতীত প্রায় সকলেই ঘাস-পাতা খেয়ে থাকে। কিন্তু এবার একটি ভিডিও দেখে চক্ষুচড়কগাছ নেটিজেনের। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা একটি ভিডিও শেয়ার করেছেন। হরিণগুলিকে তৃণভোজী হিসাবে দেখা হয়ে থাকে। কিন্তু এই বিরল দৃশ্য দেখে সকলেরই চোখ কপালে ওঠার জোগাড়।
ভিডিওতে দেখা যায়, একটি হরিণ বনাঞ্চলে রাস্তার ধারে দাঁড়িয়ে একটি সাপ চিবিয়ে খাচ্ছে। ভিডিওটি রেকর্ড করা লোকটিকে ব্যাকগ্রাউন্ডে শোনা যায়, "হরিণ কি সাপ খাচ্ছে?" ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, হরিণ মাংসের পিছনে ছুটতে পারে কারণ তাদের মধ্যে ফসফরাস, লবণ এবং ক্যালসিয়ামের মতো খনিজগুলির অভাব রয়েছে। বিশেষ করে শীতের মাসগুলিতে যখন উদ্ভিদ খুব কম থাকে বনাঞ্চলে।
Cameras are helping us understand Nature better.
— Susanta Nanda (@susantananda3) June 11, 2023
Yes. Herbivorous animals do eat snakes at times. pic.twitter.com/DdHNenDKU0
এখন ভাইরাল হওয়া ছবির সঙ্গে ক্যাপশনে লেখা আছে, "ক্যামেরা আমাদের প্রকৃতিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করছে। হ্যাঁ। তৃণভোজী প্রাণীরা মাঝে মাঝে সাপ খায়।"
ভিডিওটি সায়েন্স গার্ল নামে একটি পেজও শেয়ার করেছে। তবে সেখানে বলা হয়েছে এর কারণও। বলা হয়েছে, হরিণের শরীরে সেলুলোজের মতো শক্ত উদ্ভিদের পদার্থ হজম করতে সহায়তা করে৷ কিন্তু যদি খাবারের অভাব হয় বা তাদের ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো খনিজগুলির অভাব থাকে। সেক্ষেত্রে তাঁরা মাংস খেতে পারেই।'
ভিডিওটি ট্যুইটারে পোস্ট করার পর ১ লাখের বেশি ভিউজ হয়েছে। অনেকেই অবাক হয়েছে গোটা ঘটনায়। আরেকজন ইউজার বলেছেন, প্রকৃতি সত্যিই অবিশ্বাস্য।
আরও পড়ুন, পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?