Viral Video: চুরি করতে গিয়ে চোরের তুমুল নাচ, মুহূর্তে ভাইরাল ভিডিও
Video Viral: পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নয়া দিল্লি: উত্তরপ্রদেশের (Uttarpradesh) চান্দৌলিতে একটি হার্ডওয়্যারের দোকানে (Hardware Shop) ঘটে যাওয়া একটি ডাকাতির সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, একটি হার্ডওয়ারের দোকানে চুরি (Theft) করতে গিয়ে এক চোর দোকানের ভিতর নাচতে শুরু করে। তার নাচের ভিডিওটি (Dance Video) সিসিটিভিতে রেকর্ড হয়। এরপরই তা ভাইরাল (Viral Video) হয়েছে সামাজিক মাধ্যমে (Social Media)।
এক জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের চান্দৌলিতে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ফুটেজে একজন চোরকে দেখা যাচ্ছে যে হার্ডওয়্যারের দোকানে ডাকাতির উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল এবং সেখানে থাকাকালীন তুমুল নাচ শুরু করে সে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ এপ্রিল চান্দৌলি মার্কেটে অংশু সিংয়ের দোকানে ঘটেছে এই ঘটনা। তেমন কোনো ধরনের হাতিয়ার ছাড়াই ওই চোর দোকানে প্রবেশ করে। ক্যাশে যা যা পায় হাতিয়ে নেয়। এরপরেই ওই চোরের নজরে পড়ে দোকানে থাকা সিসিটিভি।
যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
আরও পড়ুন, এই ছবিতে প্রথমে কী দেখছেন? উত্তরই বলে দেবে আপনি কেমন মানুষ!
তবে এতে ভয় পেয়ে যায়নি ওই চোর। উল্টো নাচতে শুরু করে। এর পরের দিন অংশু যখন দোকানে যান দেখতে পান দোকানের শাটার ভাঙা। দোকানে ঢুকার পর দেখেন তার ক্যাশে টাকা নাই। সিসিটিভি ফুটেজ চেক করে অংশু দেখেন দোকানে চোর ঢুকে নাচছে। এরপর তিনি পুলিশে খবর দেন। ছবি দেখে গ্রেফতারও করা হয় ওই যুবককে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y