Viral Video: চলন্ত বাইকে আজব স্টান্ট, চুম্বনে মশগুল দুই তরুণী, ভিডিও ভাইরাল
Viral News: চুম্বনে মশগুল দুই তরুণী। তাও আবার স্টান্ট করতে করতে।
কলকাতা: প্রেমের জন্য মানুষ কত কি না করে থাকে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শহরে চলন্ত বাইক বা স্কুটিতে বসা যুগলদের রোমান্টিক কায়দায় দেখা যাচ্ছে। এবার নয়া মোড়। চুম্বনে মশগুল দুই তরুণী। তাও আবার স্টান্ট করতে করতে।
এই ভিডিওটি বর্তমানে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। স্টান্টের মতো কঠিন কাজটি করতে করতে একটি রোমান্টিক কায়দায় চুম্বন করাকে কুর্নিশ করেছে সোশাল মিডিয়ার একাংশ।
View this post on Instagram
আরও পড়ুন, আচমকাই অদৃশ্য হচ্ছে শনির বলয়! মৃত্যুর দিকে এগোচ্ছে এই গ্রহ?
এর আগে এমন দৃশ্য ভাইরাল হয়নি। একটি ছেলে এবং মেয়ে বাইকে বসে একে অপরকে জড়িয়ে ধরে স্টান্ট করেছেন, সেই ভিডিও সোশালে নজর কেড়েছিল। কিন্তু তাদের থেকে একধাপ এগিয়ে গিয়ে সবাইকে চমকে দিয়েছেন এই মেয়েরা।
ভিডিওতে দেখা গিয়েছে, দু'জন মহিলা তাঁরা বাইক যেদিকে ছুটছে তাঁর বিপরীতে মুখ করে বসে প্রথমে একে অপরকে হাইফাইভ দেয় এবং পরে চুম্বন করে আলিঙ্গনে লিপ্ত হন। এমন রোমান্টিক ভঙ্গিতে তাঁদের রাস্তাতেই স্টান্ট করতে দেখে অবাক হন সোশাল মিডিয়ার ইউজাররাও।
মজার বিষয়টি হল স্টান্টের সময় চুম্বন এবং আলিঙ্গন করার সময়ও বাইকটি মেয়েদের নিয়ন্ত্রণে ছিল। সেই কারণেই সকলে অবাক হচ্ছেন। চলন্ত বাইকে এমন স্টান্ট মোটেও সোজা নয়।
ভিডিওটি পোস্ট করার মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়েছে। লক্ষ লক্ষ ভিউজও হয়েছে। স্টারস অফ ঝাড়খণ্ড নামের প্রোফাইলে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওটি নিয়ে পজিটিভ-নেগেটিভ একাধিক কমেন্টও এসেছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।