Viral Video: স্ত্রী-কন্যাদের নিয়ে মাটিতে বসে ভজন গাইছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক! মুহূর্তে ভাইরাল ভিডিও
Viral News, Rishi Sunak: দীপাবলির উৎসবে সাউদাম্পটনের র্যাডক্লিফ রোডের বৈদিক সোসাইটি হিন্দু মন্দিরে রঘুপতি রাঘব রাজা রাম ভজন গাইছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
নয়া দিল্লি: প্রদীপ জ্বালিয়ে দীপাবলির (Diwali) উদযাপন করেছিলেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভুদ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। সেই সন্ধ্যাতেই শোনা গেল তাঁর কন্ঠে শ্রীরামের জয়গাথা। দীপাবলী উপলক্ষ্যে সস্ত্রীক গাইলেন রঘুপতি রাঘব রাজা রাম গান। স্ত্রী অক্ষতা মূর্তি এবং দুই সন্তানের সঙ্গে বসে রামের ভজন শোনা গেল প্রধানমন্ত্রী ঋষি সুনকের গলায়।
সংবাদসংস্থা বিবিসি জানায়, দীপাবলির উৎসবে সাউদাম্পটনের র্যাডক্লিফ রোডের বৈদিক সোসাইটি হিন্দু মন্দিরে রঘুপতি রাঘব রাজা রাম ভজন গাইছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন ঋষি সুনকের বাবা-মা, যশবীর এবং ঊষা সুনাক।
আশি সালে সাউদাম্পটনে জন্ম নেওয়া ঋষির সঙ্গে ভারতের যোগ কতখানি? বহুযুগ আগেই তো তাঁর পরিবার এদেশ ছেড়েছেন, একথা বলতে পারেন অনেকেই। তবে, প্রবাসে থেকেও ঋষির সঙ্গে ভারতের যোগসূত্র কমেনি, বরং ভারতীয় ঐতিহ্যর ধারা রয়ে গিয়েছে ৪২ বছরের নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর অন্দরে। তেমনটাই বলছে এই ভিডিও।
.
— Minni Razdan (@mini_razdan10) November 14, 2023
Diwali night Bhajan by PM Rishi Sunak & family at Southampton Mandir .
गर्व से कहो हम हिंदू है। pic.twitter.com/2Zx6oVpHQQ
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ছোটবেলা থেকেই তিনি এই হিন্দু মন্দিরে যেতেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, 'ছোটবেলায় আমার এখানে থাকার অনেক সুখের স্মৃতি আছে। এটি ছিল সেই জায়গা যেখানে আমার বাবা-মা আমাকে যে মূল্যবোধ দিয়ে বড় করেছেন তা আরও শক্তিশালী হয়েছে। পরিবার, বিশ্বাস এবং সেবা, শিক্ষা এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব বুঝতে শিখিয়েছে এই জায়গা। আমি যে অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছি যে একই মূল্যবোধ নিয়ে নতুন প্রজন্মকেও এগিয়ে নিয়ে যেতে চাই।'
পাশাপাশি, ১০ ডাউনিং স্ট্রিটের বাসভবনেও দীপাবলি পালন করেছেন ঋষি সুনক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দীপাবলি উৎসবে আমন্ত্রিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের বিদেশ মন্ত্রী তাঁর স্ত্রীকে নিয়ে উপস্থিত হন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে। এস জয়শঙ্কর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে একটি গণেশের মূর্তি উপহার দেন। এছাড়াও বিরাট কোহলির সই করা ব্যাটও তিনি উপহার দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।
আরও পড়ুন, টাইটানিকের মেনু কার্ড বিক্রি ১ কোটি টাকায়! কী ছিল সেই খাবারের তালিকায়?