Viral Video: সমুদ্রে ঘাপটি মেরে বীভৎস এক প্রাণী! জলে পা দিতেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা
Viral Video: বারংবার আক্রমণে প্রাণ নিয়ে সমুদ্রের তলদেশ থেকে উপরিভাগে আসা কতটা ভয়ানক। এই ভিডিও সেই দৃশ্যকেই মনে করিয়ে চলে বারবার।
কলকাতা: পৃথিবীর তিনভাগ জল, একভাগ স্থল। স্থলেই এখনও কত কী অজানা। প্রাণীকূল থেকে উদ্ভিদকূল- নতুনের অন্বেষণ জারি রেখেছেন বিজ্ঞানীরা। আর সমুদ্রে সেই খোঁজার কাজ চলছে তো চলছেই৷ সীমাহীন, অনন্ত প্রচেষ্টা। সেই কাজ করতে গিয়েই মৃত্যুর সামনাসামনি হলেন এক মহিলা। স্কুবা ডাইভ দিতে গিয়ে একেবারে হাঙরের মুখে পড়ে গিয়েছিলেন ওই সাঁতারু।
সেই ভিডিও এবার ভাইরাল হয়েছে। বিখ্যাত সেই সিনেমাটি মনে আছে? Jaws? হলিউডি সিনেমায় দেখানো হয়েছিল হাঙর কতটা ভয়ানক! বারংবার আক্রমণে প্রাণ নিয়ে সমুদ্রের তলদেশ থেকে উপরিভাগে আসা কতটা ভয়ানক। এই ভিডিও সেই দৃশ্যকেই মনে করিয়ে চলে বারবার। কপালজোর না থাকলে হাঙরের আক্রমণ থেকে বেঁচে যে ফেরা যায় না, তা আরও একবার বুঝিয়ে দেয় এই ভিডিও।
বিগত কয়েক বছর ধরেই স্কুবা ডাইভিং অত্যন্ত জনপ্রিয় একটি স্পোর্টস গেম হয়ে উঠেছে বিশ্বে। সমুদ্রের নীচের বিশ্বকে দেখতে অনেকেই এই স্পোর্টসটি পছন্দ করে। তেমনই এই মহিলাও স্কুবা ডাইভিং করার জন্য প্রয়োজনীয় কিটস পরে তৈরি হন জলে নামার জন্য। এরপর সবেমাত্র জলে পা দিয়ে সমুদ্রে নামতে যাবেন, সেই সময় আচমকাই আক্রমণ হাঙরের। যেন মহিলাকে আস্ত গিলে খাওয়ার জন্য ঘাপটি মেরে প্রস্তুতই ছিল সে।
আরও পড়ুন, নেশায় বুঁদ পাত্র, মন্ত্রপাঠের সময় ঢলে পড়ছেন মঞ্চেই! রেগে বিয়ে বাতিল করলেন কনে
Jump in.. pic.twitter.com/cDjayUX3AS
— Wow Terrifying (@WowTerrifying) March 16, 2023
ভাগ্যক্রমে তো বটেই, মহিলাও তৎক্ষণাৎ তাঁর পা সরিয়ে কোনরকমে বোটে উঠে পড়েন। একপ্রকার মৃত্যু মুখ থেকে বাঁচেন বরাতজোরেই।
ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ১২ লক্ষ ভিউজ হয়েছে ইতিমধ্যেই। মহিলা যেভাবে প্রাণে বেঁচেছেন তা অনেকের কাছেই অবিশ্বাস্য। অনেকেই বলেছেন যে হাঙররা কখনই আগাম জানান দিয়ে আক্রমণ করে না। চুপিসারেই শিকার সারতে ভালবাসে এই প্রাণী।