Viral Watch : হুড়মুড়িয়ে ভাঙল স্ল্যাব, সেকেন্ডের ব্যবধানে প্রাণে রক্ষা সোশালে ভাইরাল
CCTV Camera : দোকানের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে যে ঘটনাক্রম। আর এই কয়েক সেকেন্ডের ভাগ্যের সুবাদে বিপত্তি এড়ানোর ভিডিওটিই ভাইরাল সোশালে।
নয়াদিল্লি : একেই বলে রাখে হরি মারে কে। কার্যত মাইক্রো-সেকেন্ডের ব্যবধানে প্রাণে রক্ষে। সোশাল মিডিয়ায় জনৈকের ভাগ্যের তারিফ কার্যত ভাইরাল (Viral)। যা দেখে তাজ্জব শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও।
ঠিক কী ঘটে
রাস্তা দিয়ে হেঁটে আসার পথে ফুটপাথের পাশের এক দোকানে যাওয়ার জন্য বাঁক নেন এক ব্যক্তি। ফুটপাথ আলাদা করে না থেকে সেখানে রয়েছে একটি সিমেন্টের স্ল্যাব। সেই স্ল্যাবে পা রেখে দোকানের পথে নিজের চালেই এগিয়ে চলেন ওই ব্যক্তি। কিন্তু তিনি স্ল্যাবটুকু টপকানোর পরই অঘটন। হুড়মুড়িয়ে রাস্তার নিচের ড্রেনে ভেঙে পড়ে ওই সিমেন্টের স্ল্যাবটি। কার্যত মাইক্রো সেকেন্ডের ব্যবধানে বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পান ওই ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় কার্যত জিভ কেটে নিজেকে থিতু করার চেষ্টাও করতে দেখা যায় তাঁকে। দোকানের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরাতে (CCTV Camera) ধরা পড়ে যে ঘটনাক্রম। আর এই কয়েক সেকেন্ডের ভাগ্যের সুবাদে বিপত্তি এড়ানোর ভিডিওটিই ভাইরাল সোশালে।
মোহিত মাহিন্দ্রাও
নেটিজেনেরদের মতোই ভাইরাল ভিডিওটিকে মজেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও (Anand Mahindra)। তিনি সোশালে লেখেন, 'এই ব্যক্তিকে কি ব্রহ্মান্ড কোনও ইঙ্গিত পাঠানোর চেষ্টা করছে? সপ্তাহের শেষটা সেই ভেবেই কাটাবো।' পাশাপাশি মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান নিজের ফলোয়ারদের প্রতি তাঁর জিজ্ঞাসা, 'এই ব্যক্তির জায়গা আপনি থাকলে কি কোনও ইঙ্গিত হিসেবেই দেখতেন বিষয়টা।'
I’m going to spend the weekend trying to figure out what message the Universe was sending this man. What would you be thinking if you were him? pic.twitter.com/U55PDCZPry
— anand mahindra (@anandmahindra) August 5, 2022
আনন্দ মাহিন্দ্রার প্রশ্নের ভিত্তিতে তাঁর ফলোয়ারটা নিজেদের মতো উত্তরও দিয়েছেন। একজন লিখেছেন, অল্পের জন্য রক্ষা। অন্য আর একজন ভিডিওটি দেখে মন্তব্য করেছেন, সরকারের তরফে রাস্তাঘাটের পরিকাঠামোর দিকে আরও সতর্ক হওয়া প্রয়োজন।
আরও পড়ুন- মগডালে ঝুলছে কাঁঠাল, শুঁড় পাকিয়ে তৈরি গজরাজ, তার পর চলল কসরত, ভিডিও ভাইরাল