Viral Video: বাইক চালিয়ে নদী পার করলেন যুবক! ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা
Viral: জলপথে বাইক এক জায়গায় থেকে অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে লোকজন লঞ্চ বা বিভিন্ন জলযানের উপর নির্ভর কর। তবে এভাবে বাইক চালিয়ে নদী পারাপারের দৃশ্য কিন্তু বিরল।
Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) বাইক নিয়ে অনেক ধরনের স্টান্টের ভিডিও প্রায় সকলেই দেখেছেন। বাইক নিয়ে এসব বিপজ্জনক স্টান্ট দেখাতে গিয়ে বিপদের মুখেও পড়েছেন অনেকে। কিন্তু এবার এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে যা দেখে একদম অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। ট্যুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক নদীর মধ্যে বাইক চালাচ্ছেন। নদীর উপর থাকা সাঁকো বা ছোট ব্রিজ অনেকেই বাইকে চড়ে পার হয়ে থাকেন। জলপথে বাইক এক জায়গায় থেকে অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে লোকজন লঞ্চ বা বিভিন্ন জলযানের উপর নির্ভর কর। তবে এভাবে বাইক চালিয়ে নদী পারাপারের দৃশ্য কিন্তু বিরল।
বাইক চালিয়ে নদী পারাপার, দেখে নিন সেই ভাইরাল ভিডিও
The perfect example of "Where there is a will there's a way"
— MotorOctane (@MotorOctane) April 6, 2023
Thoughts about this? Very clever or just very risky? pic.twitter.com/FgYfaFlOtt
শুনে বিশ্বাস না হলেও ঠিক এমনটাই হয়েছে। পাড় থেকে নদীতে বাইক চালিয়েই নেমেছেন ওই যুবক। তারপর নদীর মধ্যে একপাক ঘুরে অন্যদিকের পাড়ে উঠে গিয়েছেন। নদীতে জলের পরিমাণও বেশ ভালই ছিল। ভাইরাল ভিডিও দেখে বোঝা গিয়েছে, নদীর গভীরতাও নেহাত কম নয়। কিন্তু কীভাবে ওই যুবক নদীর মধ্যে এমন সাবলীল ভাবে বাইক চালালেন, সেই প্রশ্নই ঘুরছে নেটিজেনদের মনে। ইতিমধ্যেই ৩ লক্ষের বেশি ভিউ হয়েছে এই ট্যুইটার ভিডিওর। সমানতালে পাল্লা দিয়ে বাড়ছে লাইক, কমেন্টের সংখ্যা।
এই যুবকের কীর্তিকলাপ দেখে হতবাক হওয়ার পাশাপাশি দু'দলে ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা। একদল তীব্র ভাবে এই যুবকের কাণ্ডকারখানার সমালোচনা করেছেন। যদি মাঝ নদীতে বাইকের ইঞ্জিনে জল ঢুকে বাইক বন্ধ হয়ে যেতে তাহলে ওই যুবক কী করতেন- এই প্রশ্ন করেছেন নেটিজেনদের অনেকে। কেউ বা বলেছেন যদি টাল সামলাতে না পেরে যদি ওই যুবক বাইক সমেত জলে উল্টে পড়ে যেতেন তাহলে বড় অঘটন ঘটে যেতে পারত। তবে এ যাত্রায় কোনও ক্ষতি হয়নি।
তবে এই সবকিছুর মধ্যে নেটিজেনদের একটা অংশের যেন ঘোর কাটছে না। তাঁরা বলেছেন এ যেন পুরো ম্যাজিক। জলের উপর দিয়ে কীভাবে এত সাবলীল ভাবে বাইক চালানো যায়, সেটাই বুঝতে পারছেন না কেউ। নেটিজেনদের অনেকেই বলেছেন নির্ঘাত ওই বাইকে কোনও কারসাজি করা রয়েছে। সেই জন্যই এত সাবলীল ভাবে নদীএ বাইক চালাতে পেরেছেন নেটিজেনরা।
আরও পড়ুন- EMI-এ মিলবে আম ! বিক্রি বৃদ্ধির অভিনব উদ্যোগ ফল-বিক্রেতার