Metro Rail Viral Video : জেনারেল সিট, তবু ছাড়তে হবে মহিলাকে, রাজি না হতেই মেট্রোরেলে তুলকালাম
Metro Rail Viral Video : 'আপনি কিন্তু ভাইরাল হয়ে যাবেন', এই হুমকির পরও পরোয়া করেননি যুবক !

মেট্রো রেলে তুলকালাম। বসার সিট থেকে দাঁড়ানোর জায়গা, দরজার সামনে দাঁড়ানো থেকে ঠ্যালেঠেলি, মেট্রোরেলে ঝগড়াঝাঁটির বিচিত্র কারণগুলি নিত্যযাত্রীদের অজানা নয়। তবে এবার মেট্রোর মধ্যে বসার জায়গা নিয়ে তর্কাতর্কি এক্কেবারে ভাইরাল। তার কারণও আছে অবশ্য। বাগবিতণ্ডায় জড়িত এক পুরুষ ও এক মহিলা যাত্রীর মধ্যে কথোপকথনে হাসির রোল উঠল কামরায়। বিশেষ করে নজর কাড়ল, 'আপনি কিন্তু ভাইরাল হয়ে যাবেন', এই হুমকির পরও ঝগড়া চালিয়ে যাওয়া যুবকের আদবকায়দা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে দিল্লির মেট্রোর কামরার একটি দৃশ্য। সেখানে জেনারেল সিটে বসে থাকা এক ব্যক্তিকে উঠে যাওয়ার জন্য বলছেন এক মহিলা যাত্রী। কিন্তু সেটা তো মহিলাদের জন্য সংরক্ষিত সিটও নয় । তাই আসন ছেড়ে দিতে বলা হলে তিনিও রাজি হননি। এরপর একদল মহিলার সঙ্গে তাঁর তর্ক বেধে যায়। তিনিও ছাড়ার পাত্র নন। কিন্তু মেজাজ হারিয়ে চেঁচামেচি নয়, অদ্ভুত সুরে কথা বলে গিয়েছেন যুবক। আর একটা 'কুছ পরোয়া নেহি'ভাব। তাঁকে এক মহিলাদেক বলতে শোনা যায়, আপনি কিন্তু ভাইরাল হয়ে যাবেন ! কিন্তু তিনি হাবে ভাবে বুঝিয়ে দেন, এসবকে তিনি গুরুত্বই দেন না। সোশ্যাল মিডিয়া থেকেই জানা গিয়েছে, ঘটনাটি জনকপুরী পশ্চিমের কাছে ব্লু লাইনের মেট্রোরেলে ঘটেছে ।
ভিডিওটি নেটমাধ্যমে হু হু করে ছড়িয়েছে। উপহাস , পাল্টা উপহাসে জমে গেছে ঝগড়া। অনেকে ঝগড়ায় জড়িয়ে পড়েছেন। অনেকে আবার হেসে কুটিপাটি হয়েছেন। দেখা গিয়েছে, তাঁকে উঠে যেতে বলার পরও তিনি কিছুক্ষণের জন্য বসে থাকেন সিটে।। তারপর, উঠে দাঁড়ায় সে। কথা প্রসঙ্গে জানা যায়, পরের স্টেশনে তিনি নামবেন, তাই উঠে দাঁড়ান। তখন এক মহিলা তাঁকে সতর্ক করে দিয়ে বলেন, "তুমি ভাইরাল হয়ে যাবে।" তারপরও তিনি বলেন, "তুমি পুরো কোচে হট্টগোল তৈরি করেছ। এবার চুপ থাকার চেষ্টা করো। বড় মানুষ হও এবং কিছু ভদ্রতা দেখাও।" তার উত্তরও উপহাসেই দেন ওই ব্যক্তি।
ভিডিওটি X-হ্যান্ডেলে পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা ছিল, "মেয়েদের সর্বত্র এই ফিমেল-কার্ড খেলা বন্ধ করা উচিত। "
forcing a guy to leave his seat even though its not a reserved seat. recording and threatening him with viral ho jaoge. girls really need to stop playing this women card everywhere. it’s entirely his wish if he wants to give it to someone or not.
— SwatKat💃 (@swatic12) March 31, 2025
pic.twitter.com/F8VDNEAQBj























