বুকিং করলে বাড়িতেই পৌঁছে যাবে সিদ্ধিদাতার প্রসাদ।
11/12
বাড়িতে পুজো করবেন? তাহলে জেনে রাখুন, ষোড়শপচারে গণেশ আরাধনা করাই রীতি। ১৬টি রীতির নামই ষোড়শপচার। এরপর ২১টি দূর্বা ঘাস, ২১টি মোদক ও লাল ফুল গণেশের সামনে সাজিয়ে রাখতে হয়। মূর্তির মাথায় আঁকতে হয় লাল চন্দনের টিকা। এরপর গণেশ মূর্তির সামনে নারকেল ভেঙে অশুভ শক্তিকে দূর করতে হয়। তারপর গণেশের ১০৮ নাম জপ করতে হয়।
12/12
আগামীকাল গণেশপুজো। পশ্চিমবঙ্গেও ঘরে ঘরে চলছে গণেশবন্দনার প্রস্তুতি। তবে করোনা আবহে এবার দেশজুড়েই গণপতি বন্দনার ছবিটা একদম অন্যরকম। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। বিশ্বের যে কোন প্রান্ত থেকে সামিল হওয়া যাবে এই ডিজিটাল গণেশ উৎসবে।