শুধু এই পুজোটিই নয়, কলকাতায় বিভিন্ন বাড়ির পুজোতেও এবার আমন্ত্রিত কম। গণেশ বন্দনার লাইভ ফেসবুক ইনস্টাগ্রাম মারফত পৌঁছে যাবে ইচ্ছুক দর্শকদের কাছে। অনলাইনেই দেওয়া যাবে অঞ্জলি।