কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে মিমির গলায় গাওয়া রবীন্দ্রনাথের গান। মিমি চক্রবর্তী ক্রিয়েশন ইউটিউব প্ল্যাটফর্মে এই গানটি প্রকাশ করে। অভিনেত্রী লেখেন, 'আমার অন্যতম পছন্দের রবীন্দ্র সঙ্গীত আমার পরান যাহা চায়। অনেক বছর আগে গানের ওপারে দিয়ে আমার পথ চলা শুরু। ১০ বছর আগের পুপে এবং কবিগুরুর ছোঁয়া নিয়ে একটা ছোট্ট প্রয়াস আপনাদের সবার জন্য।.. আশা করি ভালো লাগবে আর কোনো ভূলত্রূটি হলে ক্ষমা করে দেবেন।'
ক্যাপশনে রবি ঠাকুরকে উদ্ধৃত করে লিখলেন, যদি আর কারে ভালবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো... আমার পরান যাহা চায়