বড়দিনের জন্য সান্তার টুপি মাথায় দিয়ে কচি-কাঁচারা।
2/9
অন্যান্য বছর বড়দিনে প্রায় লক্ষ লোকের সমাগম হয় চিড়িয়াখানায়। অতিমারি আবহে অবশ্য তা হয়নি। ছোট ছোট দলে অনেকে এসেছিলেন। শতরঞ্জি বিছিয়ে চলল খাওয়াদাওয়া।
3/9
অলস মেজাজে। পরিখায় দেখা মিলল প্রকাণ্ড কুমীরের।
4/9
রোদ পোহাচ্ছে জিরাফ। চিড়িয়াখানায় বড়দিনের সকালে।
5/9
করোনা আবহে পারস্পরিক দূরত্ববিধি যাতে মানা হয়, সে ব্যাপারে সতর্ক ছিল চিড়িয়াখান কর্তৃপক্ষ। প্রত্যেক প্রাণীর এনক্লোজারের সামনে সাদা বৃত্ত করে পারস্পরিক দূরত্ববিধি মানার জন্য মার্কিং করা হয়েছে।
6/9
খোশমেজাজেই ধুলো মাখামাখি করতে দেখা গেল হাতিদের।
7/9
বড়দিনের সকালে আলিপুর চিড়িয়াখানায় পরিচিত ভিড়ের ছবিটা উধাও।
8/9
ছিল না টিকিটের লম্বা লাইন।
9/9
চিড়িয়াখানার বিখ্যাত শিম্পাঞ্জি 'বাবু'। ভিড় ভালবাসে। কালো মাথার ঢল না দেখে কি একটু হতাশ!