এক্সপ্লোর
Astrology : এই ব্যক্তিরা না চাইলেও ঋণের বোঝা বাড়ে, জানালেন জ্যোতিষী, আপনিও কি এমন অবস্থায়?
আর্থিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, ঋণ আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করে। গ্রহের কারণে এই সমস্যা হয়, যা প্রতিকারের মাধ্যমে কমানো যেতে পারে।
এই ব্যক্তিরা না চাইলেও ঋণের বোঝা বাড়ে, জানালেন জ্যোতিষী
1/6

ঋণ প্রত্যেক ব্যক্তির জন্য একটি গুরুতর অর্থনৈতিক বোঝা। এতে মানসিক চাপ বাড়ে। মানসিক অস্থিরতা বাড়ায়। ঋণের জালে আটকে পড়া ব্যক্তিরা ভবিষ্যৎ সম্পর্কেও ভাবতে পারে না। বর্তমান জীবনের ছোটখাটো আনন্দও উপভোগ করতে পারে না।
2/6

ঋণ কেউ শখ করে নেয় না। আর্থিক পরিস্থিতি নিতে বাধ্য করে। তবে জ্যোতিষী অনিশ ব্যাসের মতে, অনেক সময় ঋণ বা লোনের কারণ হতে পারে জন্মছকের বিশেষ যোগও, যে কারণে কারও ঋণের বোঝা বাড়ে বা ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হয়।
Published at : 02 Dec 2025 03:28 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















