এক্সপ্লোর
Shukra Vakri 2025: কর্মজীবন, আর্থিক অবস্থা, প্রেম-স্বাস্থ্য ক্ষেত্রে পদে পদে চ্যালেঞ্জ, মার্চে লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়বে এই ৩ রাশি !
শুক্র মীন রাশিতে ২ মার্চ সকাল ৫টা ১২ মিনিটে বক্রি হবে। প্ল্যানেটারি রেট্রোগ্রেড হল একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা যেখানে গ্রহটি তার স্বাভাবিক গতির বিপরীত দিকে যাচ্ছে বলে মনে হয়
প্রতীকী ছবি
1/10

ধন, গৌরব এবং জীবনে সুখ আসে শুক্র গ্রহের শুভ প্রভাবে। কুণ্ডলীতে শুক্র শক্তিশালী না হলে চাকরি, ব্যবসা, অর্থ এবং ছোট ছোট আনন্দের জন্য আকুল হতে হয়। যখনই শুক্রের গতিবিধি পরিবর্তিত হয়, সমস্ত রাশির উপর গভীর প্রভাব পড়ে।
2/10

২০২৫ সালের মার্চ মাসে শুক্র বৃহস্পতির রাশি মীন রাশিতে বক্রি হতে চলেছে। শুক্রের বিপরীতমুখী গতি কিছু রাশির জাতকের জীবনে অশান্তি তৈরি করতে পারে। তাদের সংগ্রাম আরও বাড়বে। জেনে নিন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে।
Published at : 28 Feb 2025 07:54 PM (IST)
আরও দেখুন






















