এক্সপ্লোর
Daily Astrology : আর্থিকভাবে লাভজনক দিন এই রাশির, কী আছে আপনার ভাগ্যে ?
কুম্ভ : মানসিক শান্তি ধরে রাখতে সক্ষম হবেন। অকারণ খরচে রাশ টানতে হবে।
প্রতীকী ছবি
1/12

মেষ : ভাল বিনিয়োগে ভবিষ্যতে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা। দীর্ঘক্ষণ হাঁটা এবং হাল্কা শরীরচর্চায় ফিট থাকতে পারবেন। বাড়িতে কোনও অনুষ্ঠান হতে পারে।
2/12

বৃষ : স্বাস্থ্যসম্মত থাকতে কাজে লাগবে কোনও থেরাপি। বাড়িতে কোনও অনুষ্ঠান হলে মেজাজে থাকবেন। পূর্ব, উত্তর বা উত্তরপূর্ব দিকে ভ্রমণে গেলে ভাগ্যবান হতে পারেন।
3/12

মিথুন : রাস্তা দিয়ে যাতায়াতের সময় সতর্ক থাকুন। কোনও সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা। পেশাগতভাবে কোনও বিতর্কে জড়াতে হতে পারে।
4/12

কর্কট : আর্থিক বিষয়ে কোনও আলোচনায় উপকৃত হবেন। পুরনো অসুস্থতা থেকে শীঘ্রই মুক্তি পাবেন। পরিবারের ছোট কেউ এমন কোনও বিষয়ে জেদ ধরতে পারেন, যেটা আপনার বাজেটে ছিল না।
5/12

সিংহ : স্বাস্থ্য ভাল থাকবে। বেটিংয়ে টাকা খোওয়ানোর সম্ভাবনা। তাই টাকা সঞ্চয় করতে চাইলে এসব থেকে দূরে থাকুন। যাঁরা বেতন বৃদ্ধির আশায় আছেন, তাঁরা হতাশ হতে পারেন।
6/12

কন্যা : কাউকে টাকা ধার দেওয়া থাকলে ফেরত পাবেন। দৈহিক চর্চার জন্য উজ্জীবিত হতে পারেন। ট্রেকিং বা সাইকেলে দূরে কোথাও গেলে নিজেকে সতেজ লাগবে।
7/12

তুলা : দ্রুত লোন চাইলে তা পেয়ে যাবেন। শারীরিক কোনও বিষয়ে এখনই মনোযোগ দেওয়া প্রয়োজন। ছোটখাট ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
8/12

বৃশ্চিক : পেশাগত ও ব্যক্তিগতভাবে দিনটি অনুকূল। ডায়েট কন্ট্রোল করে স্বাস্থ্যের যত্ন নিতে চাইবেন।
9/12

ধনু : অন্যের ওপর টাকা খরচের প্রবণতা কাটাতে হবে। কাজের জায়গায় বিশ্বস্ত কোনও সহকর্মী আপনাকে সাহায্য করবে। খাবার ও পানীয়ের ব্যাপারে শৃঙ্খলা আপনাকে স্বাস্থ্যসম্মত রাখবে।
10/12

মকর : আর্থিকভাবে দিনটি লাভজনক। কর্মপ্রার্থীরা হতাশ থাকতে পারেন। স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হন। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য কাজের জায়গা থেকে ব্রেক নিতে পারেন।
11/12

কুম্ভ : মানসিক শান্তি ধরে রাখতে সক্ষম হবেন। অকারণ খরচে রাশ টানতে হবে। পারিবারিক ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত আরও কার্যকরী করে তুলতে আর একবার তা খতিয়ে দেখতে হবে। কারও কারও ক্ষেত্রে সম্পত্তিগত বিবাদ দেখা দিতে পারে।
12/12

মীন : স্বাস্থ্যের দিক দিয়ে আজ দিনটি খারাপ। আপনার মিষ্টি কথা পরিবারের কোনও সদস্যকে শান্তি দেবে। লং ড্রাইভ ক্লান্তিকর ঠেকবে, তাই পর্যাপ্ত বিশ্রাম নেবেন।
Published at : 29 Sep 2022 07:03 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























