এক্সপ্লোর
Daily Astrology: কাজে উন্নতি মেষের, ব্যবসায় শুভ যোগ মিথুনের

কী আছে আজ ভাগ্যে? পড়ুন, আজকের রাশিফল
1/12

মেষ- সন্তানের জন্য চিকিৎসার খরচ বাড়তে চলছে। পুলিশের কাজের দিকে উন্নতি। চাকরির জন্য কোনও নতুন সুযোগ আসতে পারে। ভগবানের চিন্তায় মনোনিবেশ করতে ইচ্ছা করবে। আর্থিক খরচ বৃদ্ধি পেতে পারে। নানা দিক থেকে যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে বা সংসারে দায়িত্ব বেড়ে যেতে পারে।
2/12

বৃষ- বাড়িতে কোনও আত্মীয়ের শত্রুতার জন্য স্বামী স্ত্রী বিবাদ অনেক দূর যেতে পারে। ব্যবসার দিকে ফল ভাল হবে না। তবে শেষের দিকে একটু সুবিধার হবার যোগ। বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে।
3/12

মিথুন- সকলে মিলে দূরে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে। রক্তচাপ বাড়তে পারে। নির্মল মনোভাব আপনাকে সকলের প্রিয় করে তুলবে। রাস্তায় ঘাটে কোনও দুর্ঘটনা হতে পারে, খুব সাবধান। কারও বিরোধিতা করবেন না। গহনা ব্যবসায়ীদের জন্য শুভ সময়। ব্যবসার দিকে নতুন কিছু হতে চলেছে।
4/12

কর্কট- আটকে থাকা পাওনা আদায় হতে পারে। সন্তানদের সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ আছে।আর্থিক ব্যাপারে চাপের কারণে সংসারে অশান্তি। গুরুজনের সঙ্গে আলোচনাতে বিপদ থেকে উদ্ধার। পাশের বাড়ির কোনও লোকের জন্য সামাজিক বদনাম আসতে পারে। সন্তানের কোনও আবদার পূরণে খরচ বৃদ্ধি।
5/12

সিংহ- কোনও টাকা পয়সার বিষয় নিয়ে বিবাদ হতে পারে। ব্যবসার দিকে খুব ভাল খবর। তবে আর্থিক ব্যাপারে একটু চাপ থাকতে পারে। ঋণ নিয়ে সামান্য আলোচনা। বাড়িতে কোনও দূরের অতিথি আগমনের যোগ। পিতার শরীর নিয়ে একটু চিন্তা।
6/12

কন্যা- আত্মবিশ্বাস ও মনোবল বাড়বে। কাজের ক্ষেত্রে কোনও গাফিলতি করবেন না। ব্যবসা বড় আকারে পরিচালনা করার পরিকল্পনা শুরু করুন। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ক্ষেত্রে কোনও গাফিলতি করবেন না। যুবকদের বাবার কথায় পূর্ণ গুরুত্ব দেওয়া উচিত। অন্যথায় তাঁদের ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
7/12

তুলা- ব্যবসার দিকে ভাল কাজের সুযোগ আসতে পারে। আর্থিক ব্যাপারে বাড়িতে চিন্তা বাড়তে পারে, দাঁতের সমস্যা বৃদ্ধি। সপ্তাহের শেষের দিকে পরের উপকার করে সন্মান প্রাপ্তি। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই শ্রেয়। মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ।
8/12

বৃশ্চিক- কাজের জন্য বিদেশে যাবার সুযোগ আসতে পারে।সপ্তাহের প্রথম ভাগে চাকরির দিকে কোনও চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। শরীরের কোনও অংশে আঘাত লাগার সম্ভাবনা। অতিরিক্ত কোনও কথা বাড়িতে বিবাদ আনতে পারে, সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। অভিনয় নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ভাল সময়।
9/12

ধনু- মনে রাখবেন যে অবহেলা এখন ক্ষতিকারক হতে পারে। অফিসিয়াল কাজকর্মের উন্নতির পরিকল্পনা করুন। কাজের সময় সম্পর্কে সতর্ক থাকুন। স্বাস্থ্য সম্পর্কে ভাজা জিনিস থেকে দূরে থাকুন। হালকা এবং হজমযোগ্য খাবার খান। পরিবারের সবার সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ শেষ হবে।
10/12

মকর- বিতর্কে জড়িয়ে পড়বেন না। কাজের সময় উচ্চতর কর্তৃপক্ষের কাছ থেকে চাপ আসবে। আরও কাজ সময়মতো সম্পন্ন হতে পারে। লেনদেনের ক্ষেত্রে সুষ্ঠুতা এবং স্বচ্ছতা বজায় রাখতে হবে। যুবকরা মানসিকভাবে চাপে থাকবে।
11/12

কুম্ভ- অযাচিত ব্যয়ের তালিকা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তাই কেনাকাটা করার সময় একটি বাজেট মাথায় রাখুন। ফোনে সবার সাথে যোগাযোগ রাখুন। কোনও চুক্তি চূড়ান্ত করার আগে ব্যবসায়ের সাবধানে চিন্তা করা উচিত। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি প্রায় স্বাভাবিক হতে চলেছে।
12/12

মীন- মনোভাব সম্পর্ককে শক্তিশালী করবে। অফিসের লোকেরাও আপনাকে প্রশংসা করবে। সামরিক বিভাগের সাথে যুক্ত লোকদের এখনই ধৈর্য ধরতে হবে। আরও গরম জল খাওয়ার চেষ্টা করুন, জলশূন্যতার ঝুঁকি রয়েছে। পড়ুয়াদের সময় নষ্ট এড়াতে হবে।
Published at : 03 Aug 2021 07:02 AM (IST)
Tags :
Cancer Horoscope Today Horoscope Daily Horoscope Astrology Dainik Rashifal Aaj Ka Rashifal Today Horoscope Scorpio Ajker Rashifal Astrology Today Ajker Rashifal August 2021 August Rashifal Apnar Rashifal August Horoscope Daily Bengali Rashifal August Horoscope Rashifal Bangla Today Rashifal Patrika Rashifal Today Rashifal In Bengali Today Horoscope In Bengali Horoscope In Bengali Aries Taurus Gemini Leo Virgo Libra Sagittarius Capricorn Aquarius Pisces Today Horoscope Virgo Daily Horoscope Virgo Horoscope Today Scorpio Horoscope Taurus Horoscope Gemini Horoscope Leo Horoscope Cancer Horoscope Libra Horoscope Arius Leo Horoscope Leo Horoscope Todayআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
