এক্সপ্লোর
রাশিফল: আপনার আজকের দিন
1/12

বৃষ-আজকের দিনটি মোটামুটি জটিলতা মুক্ত থাকবে। সমস্যা ধীরে ধীরে কাটিয়ে ওঠার সম্ভাবনা। তাই পূর্ণ উদ্যমে দিন শুরু করুন। সেলসের সঙ্গে যুক্তদের লাভবান হওয়ার সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনার পরিধি প্রসারিত করার দরকার আছে। বড় লগ্নির কারণে সঠিক পরিকল্পনা করে নিতে হবে। চাকরীজীবী মহিলাদের কাজের সঙ্গে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। তরুণদের ক্ষেত্রে বিদেশে পড়াশোনা বা চাকরির সুযোগ আসতে পারে।লিভার সমস্যায় ভুগলে ওষুধ নিয়ে কোনওরকম ভুলচুক করা চলবে না। সুষম ও স্বাস্থ্যকর খাবার খান।শিশুদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।দাম্পত্য সম্পর্কে প্রেম ও স্নেহ বাড়বে।
2/12

মেষ- আজ গ্রহের অবস্থান আপনার পক্ষে অনুকূল। হাতে থাকা কাজ দক্ষতার সঙ্গে ও সময় থাকতে সম্পূর্ণ করার চেষ্টা করুন। মন অশান্ত থাকবে। আয়ের জন্য কিছু নতুন উপায় খুঁজে বের করতে হবে। চাকরীজীবীদের আর্থিক বিষয়ে গাফিলতি করা উচিত নয়। হিসেব-নিকেশে যেন কোনও ভুল না হয়। ধারদেনা থেকে দূরে থাকুন। ব্যবসায়ীদের পক্ষে দিনটি কিছুটি কঠিন থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত পড়ুয়াদের মনোনিবেশ বাড়াতে হবে।
Published at :
আরও দেখুন






















