এক্সপ্লোর
Horoscope Today, December 2 : দাম্পত্য জীবনে কলহ? অর্থ না অনর্থ ? কী ইঙ্গিত আপনার রাশিফলে ?
কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন।

astrology : জেনে নিন আজকের রাশিফল
1/12

মীন : অতিরিক্ত চিন্তিত থাকতে পারেন এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। যদি বিদেশে কাজ করছেন, তাহলে জীবন কষ্টকর হয়ে উঠবে। গলায় সংক্রমণ থেকে সতর্ক থাকুন।
2/12

কুম্ভ রাশি : পরিকল্পনা ছাড়া অর্থ ব্যয় করা আপনার আর্থিক পরিস্থিতির উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিবাহিতরা তাদের সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন
3/12

মকর : পরিবারের মধ্যে সম্প্রীতি বজায় রাখুন। শিক্ষার্থীরা সাধারণত এই সপ্তাহ থেকে উপকৃত হবে । সংক্রমণের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করুন।
4/12

ধনু : ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। আর্থিক চিন্তা বাড়তে পারে। অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে অশান্তি।
5/12

বৃশ্চিক - যাঁরা শিল্পের কাজ করেন তাঁদের জন্য ভাল সময়। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা। দীর্ঘ দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। আগুন থেকে একটু সাবধান থাকুন।
6/12

তুলা - বাড়তি কথা বাড়িতে বিবাদ ডেকে আনতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রিয় জনের শরীর খারাপ থাকার জন্য মন খারাপ।
7/12

কন্যা- ব্যবসায় গুরুজনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে।
8/12

সিংহ : শরীর খারাপ থাকার জন্য মন খারাপ। প্রেমে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা। স্ত্রীর সঙ্গে কোনও আলোচনায় সমস্যার সমাধান হতে পারে।
9/12

কর্কট : ক্ষমতাশীল কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। যার জেরে আপনার ভাবমূর্তি আরও ভাল হবে। পরিবার ও বন্ধুবান্ধবদের থেকে সমর্থন এবং সহযোগিতা পাবেন।
10/12

মিথুন : আয়ের থেকে ব্যয় বেশি হবে সতর্ক না হলে । কারণ, স্বাস্থ্যখাতে আপনার খরচ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। কারণ,যদি আপনার সঙ্গী কাজ করেন, তাহলে এই সময়পর্বে তাঁর বেতন বাড়তে পারে।
11/12

আয়ের থেকে ব্যয় বেশি হবে সতর্ক না হলে । কারণ, স্বাস্থ্যখাতে আপনার খরচ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। কারণ,যদি আপনার সঙ্গী কাজ করেন, তাহলে এই সময়পর্বে তাঁর বেতন বাড়তে পারে।
12/12

মেষ : বাবার সঙ্গে ভাল সম্পর্ক বজায় থাকবে। সন্তানদের কারণে খুশি থাকতে পারেন। যদিও আগ্রাসী মনোভাবের কারণে বিবাহিতদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে।
Published at : 02 Dec 2022 07:52 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
