এক্সপ্লোর
Horoscope:কোন রাশির ভাগ্যে সরকারি চাকরির যোগ, কারই বা ভোগান্তিতে কাটবে দিন?
Astrological Prediction: কোন রাশির পড়ুয়াদের জন্য দিনটি ভাল, কার পরিবারে অশান্তির আশঙ্কা? রাশিফল জেনে নিন
![Astrological Prediction: কোন রাশির পড়ুয়াদের জন্য দিনটি ভাল, কার পরিবারে অশান্তির আশঙ্কা? রাশিফল জেনে নিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/3d54318ae3c1f8de3d5a107f8fe99f451705072770650482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কোন রাশির ভাগ্যে সরকারি চাকরির যোগ, কারই বা ভোগান্তিতে কাটবে দিন?
1/12
![বৃষ--আগামীকাল কিছুটা ঝক্কির কাটতে পারে। পেশাদাররা কোনও গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। অল্পবয়সীদের ক্ষেত্রে দিনটি ভালো কাটার সম্ভাবনা রয়েছে, তবে কাজের ক্ষেত্রে যেন কোনও ত্রুটি না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। পরিবারের বয়স্ক সদস্যদের সম্মান করুন। পরিবারের ছোটরাও তাঁদের আশীর্বাদ পাবেন, জীবনে উপযুক্ত সাফল্য আসবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/156005c5baf40ff51a327f1c34f2975be6fc1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃষ--আগামীকাল কিছুটা ঝক্কির কাটতে পারে। পেশাদাররা কোনও গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। অল্পবয়সীদের ক্ষেত্রে দিনটি ভালো কাটার সম্ভাবনা রয়েছে, তবে কাজের ক্ষেত্রে যেন কোনও ত্রুটি না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। পরিবারের বয়স্ক সদস্যদের সম্মান করুন। পরিবারের ছোটরাও তাঁদের আশীর্বাদ পাবেন, জীবনে উপযুক্ত সাফল্য আসবে।
2/12
![মেষ--দিনটা ভাল কাটবে। পেশাদারদের কর্মক্ষেত্রে 'মাল্টিটাস্কিং'করতে হতে পারে। তবে এই পরিশ্রমের সুফল পাবেন। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ব্যস্ততার সময়। ভবিষ্যতে এর লাভও হবে। নতুন বন্ধু পাবেন, তবে অসং-সঙ্গ থেকে দূরে থাকুন। দিনভর 'ডিহাইড্রেশন'-র সমস্যায় ভুগতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/799bad5a3b514f096e69bbc4a7896cd9d4db7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মেষ--দিনটা ভাল কাটবে। পেশাদারদের কর্মক্ষেত্রে 'মাল্টিটাস্কিং'করতে হতে পারে। তবে এই পরিশ্রমের সুফল পাবেন। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ব্যস্ততার সময়। ভবিষ্যতে এর লাভও হবে। নতুন বন্ধু পাবেন, তবে অসং-সঙ্গ থেকে দূরে থাকুন। দিনভর 'ডিহাইড্রেশন'-র সমস্যায় ভুগতে পারেন।
3/12
![মিথুন--সঙ্গীর সঙ্গে বেড়ানোর পরিকল্পনা করতে পারেন। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। আপনার কোনও কাজে আসতে পারে। মোটের উপর দিনটি আনন্দে কাটবে। পেশাদারদের জন্য কর্মক্ষেত্রে চাপের সম্ভাবনা রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/d0096ec6c83575373e3a21d129ff8fefd68b8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মিথুন--সঙ্গীর সঙ্গে বেড়ানোর পরিকল্পনা করতে পারেন। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। আপনার কোনও কাজে আসতে পারে। মোটের উপর দিনটি আনন্দে কাটবে। পেশাদারদের জন্য কর্মক্ষেত্রে চাপের সম্ভাবনা রয়েছে।
4/12
![কর্কট--জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। দিনটা ভালো কাটার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রবল চাপ থাকলেও পরে এর সুফল পাবেন। যাঁরা টেলিকমিউনিকেশন সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের দুরন্ত ভাল সময় হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/032b2cc936860b03048302d991c3498f25735.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কর্কট--জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। দিনটা ভালো কাটার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রবল চাপ থাকলেও পরে এর সুফল পাবেন। যাঁরা টেলিকমিউনিকেশন সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের দুরন্ত ভাল সময় হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।
5/12
![সিংহ-- শরীর ভাল থাকবে। চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন। এই রাশির তরুণ জাতক-জাতিকারা দিনটি একটু সতর্ক হয়ে কাটালে ভাল। বাড়ির নিয়মকানুন নিয়ে বিশেষভাবে সতর্ক থাকা দরকার। নিয়ম ভাঙার জন্য বড়দের বকুনি খেতে হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/18e2999891374a475d0687ca9f989d836f0cf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিংহ-- শরীর ভাল থাকবে। চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন। এই রাশির তরুণ জাতক-জাতিকারা দিনটি একটু সতর্ক হয়ে কাটালে ভাল। বাড়ির নিয়মকানুন নিয়ে বিশেষভাবে সতর্ক থাকা দরকার। নিয়ম ভাঙার জন্য বড়দের বকুনি খেতে হতে পারে।
6/12
![কন্যা-- সরকারি চাকরির চেষ্টায় সফল হতে পারেন। জয়েনিং লেটার হাতে আসতে পারে, দুর্দান্ত বেতনের সুযোগ রয়েছে। যাঁরা 'ব্যুটিক' এবং 'কসমেটিকস'-র ব্যবসা করছেন, তাঁদের ভাল সময়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/fe5df232cafa4c4e0f1a0294418e5660bcba7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কন্যা-- সরকারি চাকরির চেষ্টায় সফল হতে পারেন। জয়েনিং লেটার হাতে আসতে পারে, দুর্দান্ত বেতনের সুযোগ রয়েছে। যাঁরা 'ব্যুটিক' এবং 'কসমেটিকস'-র ব্যবসা করছেন, তাঁদের ভাল সময়।
7/12
![তুলা-- আর্থারাইটিস থাকলে সমস্যা বাড়তে পারে। অফিসে অনেককে পাশে পেতে পারেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন, সকলের সঙ্গে সদ্ভাব রাখা জরুরি। তবেই ব্যবসায় মুনাফা করতে পারবেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/8cda81fc7ad906927144235dda5fdf15b700c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তুলা-- আর্থারাইটিস থাকলে সমস্যা বাড়তে পারে। অফিসে অনেককে পাশে পেতে পারেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন, সকলের সঙ্গে সদ্ভাব রাখা জরুরি। তবেই ব্যবসায় মুনাফা করতে পারবেন।
8/12
![বৃশ্চিক--জরুরি পারিবারিক জমায়েতে যোগ দিতে পারেন। কাজকে অগ্রাধিকার দিন, তবেই সাফল্য আসবে। ফলাফলের পরোয়া না করে নিজের কাজ করে যান, ফল মিলবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/30e62fddc14c05988b44e7c02788e187c228a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃশ্চিক--জরুরি পারিবারিক জমায়েতে যোগ দিতে পারেন। কাজকে অগ্রাধিকার দিন, তবেই সাফল্য আসবে। ফলাফলের পরোয়া না করে নিজের কাজ করে যান, ফল মিলবে।
9/12
![ধনু--সহকর্মীরা কাজে ভুল ধরার চেষ্টা করতে পারে। কাজেই বাড়তি সতর্কতা নিয়ে কাজ করা জরুরি। যাঁরা ব্যবসা করেন, তাঁদের এটা জেনে রাখা দরকার যে অভিজ্ঞতা না থাকলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা থাকে। কমবয়সিদের জন্য লক্ষ্যজয়ের এটিই সেরা সময়। লেখাপড়া করার আদর্শ সময় এটি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/ae566253288191ce5d879e51dae1d8c3ada81.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ধনু--সহকর্মীরা কাজে ভুল ধরার চেষ্টা করতে পারে। কাজেই বাড়তি সতর্কতা নিয়ে কাজ করা জরুরি। যাঁরা ব্যবসা করেন, তাঁদের এটা জেনে রাখা দরকার যে অভিজ্ঞতা না থাকলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা থাকে। কমবয়সিদের জন্য লক্ষ্যজয়ের এটিই সেরা সময়। লেখাপড়া করার আদর্শ সময় এটি।
10/12
![মকর--বেতনবৃদ্ধি ও পদোন্নতির যোগ রয়েছে। যাঁরা বিদেশি সংস্থায় কাজ করেন, তাঁদের বড় রকম মুনাফার সম্ভাবনা রয়েছে। পরিবারে বিবাহযোগ্য ছেলে বা মেয়ে থাকলে বিয়ের প্রস্তাব আসতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/62bf1edb36141f114521ec4bb4175579f8393.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মকর--বেতনবৃদ্ধি ও পদোন্নতির যোগ রয়েছে। যাঁরা বিদেশি সংস্থায় কাজ করেন, তাঁদের বড় রকম মুনাফার সম্ভাবনা রয়েছে। পরিবারে বিবাহযোগ্য ছেলে বা মেয়ে থাকলে বিয়ের প্রস্তাব আসতে পারে।
11/12
![কুম্ভ--পরিস্থিতি ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে আসবে, ফলে বেশি চিন্তা করবেন না। এই রাশির তরুণ জাতকদের আত্মবিশ্বাস বাড়তে পারে। ফলে খুব কঠিন কাজও তুমুল পরিশ্রম করে উতরে দিতে পারবেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/bcbc89f7bcf77297005b010cc84f22cf614aa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কুম্ভ--পরিস্থিতি ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে আসবে, ফলে বেশি চিন্তা করবেন না। এই রাশির তরুণ জাতকদের আত্মবিশ্বাস বাড়তে পারে। ফলে খুব কঠিন কাজও তুমুল পরিশ্রম করে উতরে দিতে পারবেন।
12/12
![মীন-- দিনটি একটু ঝামেলার মধ্যে কাটতে পারে, তবে ছোটখাটো বিষয়ে মাথা ঘামাবেন না। মা-বাবার স্বাস্থ্য বিগরোতে পারে, সে নিয়ে সতর্ক থাকুন। নিজের স্বাস্থ্যের জন্য প্রাণায়াম এবং যোগাভ্যাস করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/8df7b73a7820f4aef47864f2a6c5fccf7717a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মীন-- দিনটি একটু ঝামেলার মধ্যে কাটতে পারে, তবে ছোটখাটো বিষয়ে মাথা ঘামাবেন না। মা-বাবার স্বাস্থ্য বিগরোতে পারে, সে নিয়ে সতর্ক থাকুন। নিজের স্বাস্থ্যের জন্য প্রাণায়াম এবং যোগাভ্যাস করুন।
Published at : 13 Jan 2024 05:12 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)