এক্সপ্লোর
Horoscope:কোন রাশির ভাগ্যে সরকারি চাকরির যোগ, কারই বা ভোগান্তিতে কাটবে দিন?
Astrological Prediction: কোন রাশির পড়ুয়াদের জন্য দিনটি ভাল, কার পরিবারে অশান্তির আশঙ্কা? রাশিফল জেনে নিন
কোন রাশির ভাগ্যে সরকারি চাকরির যোগ, কারই বা ভোগান্তিতে কাটবে দিন?
1/12

বৃষ--আগামীকাল কিছুটা ঝক্কির কাটতে পারে। পেশাদাররা কোনও গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। অল্পবয়সীদের ক্ষেত্রে দিনটি ভালো কাটার সম্ভাবনা রয়েছে, তবে কাজের ক্ষেত্রে যেন কোনও ত্রুটি না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। পরিবারের বয়স্ক সদস্যদের সম্মান করুন। পরিবারের ছোটরাও তাঁদের আশীর্বাদ পাবেন, জীবনে উপযুক্ত সাফল্য আসবে।
2/12

মেষ--দিনটা ভাল কাটবে। পেশাদারদের কর্মক্ষেত্রে 'মাল্টিটাস্কিং'করতে হতে পারে। তবে এই পরিশ্রমের সুফল পাবেন। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ব্যস্ততার সময়। ভবিষ্যতে এর লাভও হবে। নতুন বন্ধু পাবেন, তবে অসং-সঙ্গ থেকে দূরে থাকুন। দিনভর 'ডিহাইড্রেশন'-র সমস্যায় ভুগতে পারেন।
Published at : 13 Jan 2024 05:12 AM (IST)
আরও দেখুন






















