এক্সপ্লোর
Daily Astro:অযাচিত উপদেশ 'বিপদ' ডেকে আনতে পারে কাদের? কানের ব্যথায় সতর্ক হবেন কারা? কী বলছে আজকের রাশিফল?
Horoscope: পঞ্চাঙ্গ অনুযায়ী, আজ, বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, দিনটি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক এবং ধনু রাশির জন্য ভাল কাটার কথা। কী বলছে আপনার রাশিফল?
Ajker Rashifal,DAILY ASTROLOGY,DAILY HOROSCOPE,Daily Astro
1/12

পেশাদারদের জন্য দিনটি ভাল কাটার সম্ভাবনা। অফিসের পরিস্থিতি খুব ভাল থাকবে। সহকর্মী ও বস, দু'পক্ষই আপনাকে আজ খুব বেশি রকম ভরসা করবে। ব্যবসায়ীরা অবশ্য কোনও বড়সড় সিদ্ধান্ত নিয়ে মোটেও হন্তদন্ত করবেন না। সময় নিয়ে ভাল করে চিন্তা করুন। পরিবারের কোনও সদস্যের দুর্ঘটনায় আঘাত লাগার আশঙ্কা রয়েছে। কাজেই সাবধান।
2/12

ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, সেদিকে এখন থেকেই নজর দেওয়া দরকার বৃষ রাশির জাতক-জাতিকাদের। সঞ্চয়ের ব্যাপারে পরিকল্পনা করুন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, তাই অবিলম্বে আলসেমি ঝেড়ে ফেলতে হবে। যদি স্বাস্থ্য় ভাল না থাকে, তা হলে বাড়তি স্ট্রেস আপাতত না নেওয়াই শ্রেয়। এতে অসুস্থতা আরও বাড়তে পারে।
Published at : 28 Feb 2024 06:00 AM (IST)
আরও দেখুন






















