এক্সপ্লোর
Vastu Tips: অর্থের সংস্থানে বাধা কাটাতে ভরসা থাকুক এই অভ্যাসে, কী বলছে বাস্তুশাস্ত্র?
Money Tips:দেবী লক্ষ্মীর আর্শীবাদ থাকলে অর্থের আগমনে বাধা থাকে না। কিন্তু সেই আশীর্বাদ পেতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

আর্থিক নিরাপত্তা নিয়ে সবাই চিন্তা করে। দিনের পর দিন খরচ বাড়ছে, রোজগারের নিরাপত্তাও নানাসময় টালমাটাল হচ্ছে। ফলে পরিবারকে ঠিকমতো চালাতে আর্থিক দিক থেকে নিরাপদ থাকতে চায় সকলেই। এর জন্য পরিশ্রম যেমন দরকার। তেমনই প্রয়োজন কিছু টিপসও।
2/10

বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু টিপস মেনে চললে সহজেই অর্থ সংস্থান নিয়ে চিন্তা এড়ানো যায়। বলা হয়ে থাকে দেবী লক্ষ্মীর আর্শীবাদ থাকলে অর্থের আগমনে বাধা থাকে না।
Published at : 29 Mar 2023 11:46 AM (IST)
আরও দেখুন






















