এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Horoscope: কোন রাশির জাতকের চাকরিতে বদলির সম্ভাবনা, দেখুন-আজকের রাশিফল
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/14/404b2bec552affaab9fa00eed121ef96_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
horoscope
1/12
![আজ কোনও সিদ্ধান্ত নিতে হলে ভেবেচিন্তে নিতে হবে। নাহলে ভবিষ্যতে আফসোস করতে হবে। সারাদিন মনাসিক উত্তেজনা থাকবে। কিন্তু কর্ম নিয়ে কোনও চেষ্টা করলে তা সাফল্য লাভ করতে পারবে। হজম সংক্রান্ত সমস্যায় শারীরিক জটিলতা বাড়বে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/30/e1b6766f26f46f8ee76ec73c61136765a1f11.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ কোনও সিদ্ধান্ত নিতে হলে ভেবেচিন্তে নিতে হবে। নাহলে ভবিষ্যতে আফসোস করতে হবে। সারাদিন মনাসিক উত্তেজনা থাকবে। কিন্তু কর্ম নিয়ে কোনও চেষ্টা করলে তা সাফল্য লাভ করতে পারবে। হজম সংক্রান্ত সমস্যায় শারীরিক জটিলতা বাড়বে।
2/12
![আজ চিন্তাভাবনা সুস্থির করতে হবে। কর্মস্থলে বসের সন্তুষ্টি বিধান করতে হবে। উচ্চশিক্ষার সুযোগ খুব ভাল বলা চলে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। সম্পত্তি কেনাবেচার সুসময় । কর্ম সূত্রে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/30/d45de818a8ae09a04f5add3b2221c31d7c47d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ চিন্তাভাবনা সুস্থির করতে হবে। কর্মস্থলে বসের সন্তুষ্টি বিধান করতে হবে। উচ্চশিক্ষার সুযোগ খুব ভাল বলা চলে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। সম্পত্তি কেনাবেচার সুসময় । কর্ম সূত্রে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে।
3/12
![আজ কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পেশার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনার পক্ষে উপযুক্ত সময়। প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে। না চাইলেও অতিরিক্ত অর্থব্যয়ের জন্য সাংসারিক অশান্তি। বাড়ির বাইরে সংক্রমণ এড়াতে সাবধানতা প্রয়োজন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/30/69863c38ec3802968fe0b6f79c18165c60b32.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পেশার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনার পক্ষে উপযুক্ত সময়। প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে। না চাইলেও অতিরিক্ত অর্থব্যয়ের জন্য সাংসারিক অশান্তি। বাড়ির বাইরে সংক্রমণ এড়াতে সাবধানতা প্রয়োজন।
4/12
![আজ উৎসাহে ভরপুর থাকুন, কোনও কুন্ঠা মনে স্থান দেবেন না। সাম্প্রতিক অতিমারীর প্রভাব মনে পড়বে। সেজন্য সতর্কতার সঙ্গে ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। কলা বিদ্যায় সাফল্য আসতে পারে। সোনার গয়না কেনার জন্য আজ খুব ভাল দিন। হজম সংক্রান্ত সমস্যা থাকলে তা কেটে যাবে। তরুণরা কেরিয়ার সম্পর্কে ভালো খবর পেতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/30/2c1098489ddb2aa77af38931d5b46cad61ced.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ উৎসাহে ভরপুর থাকুন, কোনও কুন্ঠা মনে স্থান দেবেন না। সাম্প্রতিক অতিমারীর প্রভাব মনে পড়বে। সেজন্য সতর্কতার সঙ্গে ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। কলা বিদ্যায় সাফল্য আসতে পারে। সোনার গয়না কেনার জন্য আজ খুব ভাল দিন। হজম সংক্রান্ত সমস্যা থাকলে তা কেটে যাবে। তরুণরা কেরিয়ার সম্পর্কে ভালো খবর পেতে পারেন।
5/12
![আজ কাজে ব্যাঘাত ঘটতে পারে। সেজন্য হতাশা আসতে পারে। কিন্তু মানসিক দিক থেকে সবল থাকলে বাধা কাটবে। শারীরিক যন্ত্রণার কারণে ভোগান্তি হতে পারে। বন্ধুদের সঙ্গে কোনও কারণে বচসা বাঁধতে পারে। বাড়িতে পুজোর্চনার জায়গা পরিষ্কারের দায়িত্ব নিজের হাতে নিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/30/3100dcaffa2c53a84ee48fa7a5bab6061bbec.png?impolicy=abp_cdn&imwidth=720)
আজ কাজে ব্যাঘাত ঘটতে পারে। সেজন্য হতাশা আসতে পারে। কিন্তু মানসিক দিক থেকে সবল থাকলে বাধা কাটবে। শারীরিক যন্ত্রণার কারণে ভোগান্তি হতে পারে। বন্ধুদের সঙ্গে কোনও কারণে বচসা বাঁধতে পারে। বাড়িতে পুজোর্চনার জায়গা পরিষ্কারের দায়িত্ব নিজের হাতে নিন।
6/12
![আজ বকেয়া কাজ সম্পূর্ণ হওয়ায় মনে শান্তি থাকবে। অর্থলাভের দিকে ভাল হলেও একটা অভাব পিছনে তাড়া করে যাবে। কোনও কাজে উদ্যম বা প্রচেষ্টায় সাফল্য লাভ। সংসার খরচ বৃদ্ধি চাপ বাড়াতে পারে। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/30/5edc1486523a554dd4c871312deaa57aaf1cc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ বকেয়া কাজ সম্পূর্ণ হওয়ায় মনে শান্তি থাকবে। অর্থলাভের দিকে ভাল হলেও একটা অভাব পিছনে তাড়া করে যাবে। কোনও কাজে উদ্যম বা প্রচেষ্টায় সাফল্য লাভ। সংসার খরচ বৃদ্ধি চাপ বাড়াতে পারে। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে।
7/12
![আজ ছোটখাটো ব্যাপারে অফিস বা বাড়িতে কারুর সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না। বরং খোলামনে আলোচনা করুন। ভবিষ্যত পরিকল্পনার দরজা এতে খুলতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রফুল্লতা বজায় থাকবে। পারলে দূরের যাত্রা এড়িয়ে যান। হারানো কোনও জিনিস পেতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/30/a9fb32435415a0eae3d3bd7c82801bf3599a0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ ছোটখাটো ব্যাপারে অফিস বা বাড়িতে কারুর সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না। বরং খোলামনে আলোচনা করুন। ভবিষ্যত পরিকল্পনার দরজা এতে খুলতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রফুল্লতা বজায় থাকবে। পারলে দূরের যাত্রা এড়িয়ে যান। হারানো কোনও জিনিস পেতে পারেন।
8/12
![আজ শুধু কাজই নয়, ব্যক্তিগত সম্পর্ককেও গুরুত্ব দিতে হবে। কাজ ও সম্পর্কে সামঞ্জস্য বিধান করতে হবে। অন্যের কথা শুনে কোনও কাজ করবেন না। এতে ক্ষতির সম্ভাবনা। শরীর নিয়ে একটু চিন্তা ভাবনা থাকবে। অনলাইনে কাজকর্ম করার উপযুক্ত দিন। চাকরিতে বদলির সম্ভাবনা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/30/671d2c8b7acffd781058cc06a7fbab6056dc7.png?impolicy=abp_cdn&imwidth=720)
আজ শুধু কাজই নয়, ব্যক্তিগত সম্পর্ককেও গুরুত্ব দিতে হবে। কাজ ও সম্পর্কে সামঞ্জস্য বিধান করতে হবে। অন্যের কথা শুনে কোনও কাজ করবেন না। এতে ক্ষতির সম্ভাবনা। শরীর নিয়ে একটু চিন্তা ভাবনা থাকবে। অনলাইনে কাজকর্ম করার উপযুক্ত দিন। চাকরিতে বদলির সম্ভাবনা।
9/12
![আজ ক্রমবর্ধমান সমস্যা ও পেশা নিয়ে চিন্তা মানসিক অশান্তির কারণ হতে পারে।মনোসংযোগ বজায় রাখতে ধ্যান করুন বা ধর্মগ্রন্থ পাঠ করুন। পৈতৃক ব্যবসায় শুভ ফল লাভ। আর্থিক ব্যাপারে বুঝেশুনে চলতে হবে। অতি খরচে সঞ্চয়ে প্রভাব পড়তে পারে। শরীর ভালোই থাকবে। বাবা-মার কাছে সুপরামর্শ পাবেন। পালন করে চলার চেষ্টা করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/30/0c1e54f23c35328b4f935b262579ab54dfa76.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ ক্রমবর্ধমান সমস্যা ও পেশা নিয়ে চিন্তা মানসিক অশান্তির কারণ হতে পারে।মনোসংযোগ বজায় রাখতে ধ্যান করুন বা ধর্মগ্রন্থ পাঠ করুন। পৈতৃক ব্যবসায় শুভ ফল লাভ। আর্থিক ব্যাপারে বুঝেশুনে চলতে হবে। অতি খরচে সঞ্চয়ে প্রভাব পড়তে পারে। শরীর ভালোই থাকবে। বাবা-মার কাছে সুপরামর্শ পাবেন। পালন করে চলার চেষ্টা করুন।
10/12
![আজ বিগত দিনগুলিতে চলে আসা কর্মধারার পরিবর্তনের কথা ভাবুন। জীবিকার ক্ষেত্রে শীঘ্রই সুসংবাদ মিলতে পারে। কর্মক্ষেত্রে নতুন কোনও প্রচেষ্টায় আজ সাফল্য আসতে পারে। ব্যবসায় পণ্যের গুণমানের দিকে নজর দিতে হবে। এতে সুফল পাওয়া যাবে। সংসারে শান্তি। পড়ুয়াদের পড়াশুনাতে মনোযোগ বজায় রাখতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/30/110b01b0fb6b16c48a7c31802c71bf7424291.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ বিগত দিনগুলিতে চলে আসা কর্মধারার পরিবর্তনের কথা ভাবুন। জীবিকার ক্ষেত্রে শীঘ্রই সুসংবাদ মিলতে পারে। কর্মক্ষেত্রে নতুন কোনও প্রচেষ্টায় আজ সাফল্য আসতে পারে। ব্যবসায় পণ্যের গুণমানের দিকে নজর দিতে হবে। এতে সুফল পাওয়া যাবে। সংসারে শান্তি। পড়ুয়াদের পড়াশুনাতে মনোযোগ বজায় রাখতে হবে।
11/12
![আজ গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ বাড়ান। প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। গোপন শত্রু পরিবার ও কর্মস্থল উভয়ক্ষেত্রেই হানির কারণ হতে পারে। সতর্ক থাকুন। ব্যবসায় আর্থিক লাভে মন প্রসন্ন থাকবে। খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/30/697edfe3ded151aa88708e114c5c3df21f6db.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ বাড়ান। প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। গোপন শত্রু পরিবার ও কর্মস্থল উভয়ক্ষেত্রেই হানির কারণ হতে পারে। সতর্ক থাকুন। ব্যবসায় আর্থিক লাভে মন প্রসন্ন থাকবে। খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন।
12/12
![আজ সমাজসেবার সুযোগ পেলে উৎসাহ সহকারে যোগ দিন। আপনার পরামর্শ কারুর ক্ষেত্রে লাভজনক হতে পারে। বৈদ্যুতিন সরঞ্জামের ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। দূর যাত্রার ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। মনে কোনও কারণে দুশ্চিন্তা থাকতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/30/4cb8dfa17c9be015908d7e2473e6e208a6b0d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ সমাজসেবার সুযোগ পেলে উৎসাহ সহকারে যোগ দিন। আপনার পরামর্শ কারুর ক্ষেত্রে লাভজনক হতে পারে। বৈদ্যুতিন সরঞ্জামের ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। দূর যাত্রার ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। মনে কোনও কারণে দুশ্চিন্তা থাকতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হবে।
Published at : 30 Apr 2021 10:16 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)