এক্সপ্লোর
Astrology: খরচ বাড়তে পারে, গাড়ি চালাতে হবে সাবধানে; রাহু-কেতুর 'কোপ' কাদের উপর ?
Rahu Ketu Impact: নয়টি গ্রহের মধ্যে, রাহু-কেতুই একমাত্র গ্রহ যা বিপরীত দিকে চলে যায় অর্থাৎ পিছিয়ে যায়।

প্রতীকী ছবি
1/10

জ্যোতিষশাস্ত্রে, রাহু ও কেতু উভয়কেই ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। প্রতি ১৫ মাসে এরা রাশিচক্র পরিবর্তন করে। নয়টি গ্রহের মধ্যে, রাহু-কেতুই একমাত্র গ্রহ যা বিপরীত দিকে চলে যায় অর্থাৎ পিছিয়ে যায়।
2/10

এই দু'টি গ্রহ সবসময় একে অপরের থেকে সপ্তম ঘরে থাকে। বর্তমানে রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে রয়েছে।
3/10

তবে ২০২৪ সালের শুরুতে রাহু-কেতু তাদের রাশি পরিবর্তন করেছে। রাহু এসেছে রেবতী নক্ষত্রের তৃতীয় পর্বে এবং কেতু চিত্রার প্রথম পর্বে। রাহু-কেতুর রাশি পরিবর্তন কিছু রাশির উপর ভারী প্রভাব ফেলতে চলেছে।
4/10

মিথুন রাশির জাতক জাতিকারা রাহু কেতুর অশুভ নজরে পড়তে চলেছেন। এই রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে সমস্যায় পড়তে হতে পারে। ব্যবসায়ও ক্ষতির সম্মুখীন হতে পারেন।
5/10

মিথুন- এই মাসে আপনি কোথাও টাকা বিনিয়োগ করবেন না, অন্যথা ক্ষতির সম্মুখীন হতে হবে। তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও আপনাকে ওঠা-নামার মুখোমুখি হতে হবে।
6/10

রাহু এবং কেতু সিংহ রাশির জাতকদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে। এর অশুভ প্রভাবের কারণে আপনার অনেক কাজ নষ্ট হয়ে যেতে পারে।
7/10

সিংহ- আপনার ব্যয় প্রয়োজনের তুলনায় বেড়ে যাবে। যার কারণে আপনার বাজেট ধাক্কা খেতে পারে। অতএব, খুব চিন্তাভাবনা করা উচিত। পরিবারের কোনও সদস্যের সঙ্গে বিবাদ হতে পারে। চাকরিতে উত্থান-পতনের সম্মুখীন হতে হবে।
8/10

রাহু কেতুর নেতিবাচক প্রভাবে ধনু রাশির লোকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কিছু ক্ষেত্রে আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে।
9/10

ধনু- পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যও খারাপ হতে পারে। রাহু এবং কেতু রাশির পরিবর্তন আপনার জীবনে অনেক অসুবিধা বাড়াতে চলেছে। খুব সাবধানে গাড়ি চালাতে হবে।
10/10

ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
Published at : 12 Jan 2024 09:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
