এক্সপ্লোর
Astro Tips : মনের ইচ্ছা পূরণ হবে, বাড়বে পুণ্যফল ; বিশেষ দিনে যদি করেন এই কাজ
শনিশ্চরি অমাবস্যার দিনে মানুষ যদি তাঁর রাশি অনুসারে দান করেন, তাহলে সেই দানের পুণ্যফল বহুগুণ বেড়ে যায়
প্রতীকী ছবি
1/13

আগামীকাল, ২১ জানুয়ারি একসঙ্গে পড়েছে ২০২৩ সালের প্রথম শনিশ্চরি এবং মৌনী অমাবস্যা। এই দিনে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিশ্চরি অমাবস্যার দিনে মানুষ যদি তাঁর রাশি অনুসারে দান করেন, তাহলে সেই দানের পুণ্যফল বহুগুণ বেড়ে যায়। আসুন জেনে নেওয়া যাক, কোন রাশির জাতকদের কী কী দান করা উচিত।
2/13

মেষ রাশি : শনিশ্চরি অমাবস্যার দিন মেষ রাশির জাতক জাতিকাদের যথাসম্ভব মুসুর ডাল, গুড়, লাল রঙের কাপড়, লাল ফুল, লাল চন্দন, গম, সোনা, তামা, জাফরান, কস্তুরী ইত্যাদি দান করা উচিত।
Published at : 20 Jan 2023 09:00 PM (IST)
আরও দেখুন






















