এক্সপ্লোর
Horoscope Today : শনিতে কোন রাশির মঙ্গল ? সপ্তাহ শেষে উন্নতির রাস্তা খুলে যাবে এই রাশির
Horoscope Today 7 January : শনির প্রভাবে কারও পৌষমাস তো কারও সর্বনাশ
Horoscope Today : শনিতে কোন রাশির মঙ্গল ? সপ্তাহ শেষে উন্নতির রাস্তা খুলে যাবে এই রাশির
1/12

শনিদেব আপনার পারস্পরিক সম্পর্কের উপর প্রভাব ফেলছেন। বড় ভাইবোনদের উপর রাগ করবেন না। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উত্থান-পতন হতে পারে। বিবাহে বিলম্ব হতে পারে। প্রেমের সম্পর্কে ব্রেকআপ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদের পরিস্থিতি হতে পারে। অর্থ লাভ হবে। পরিশ্রমের ঘাটতি যেন না হয়
2/12

শনি চাকরি এবং কর্মজীবনে শুভ ফল দেবে। অফিসে আপনার কাজের প্রশংসা করা হবে। পদোন্নতির পরিস্থিতিও তৈরি হতে পারে। অফিস বা ব্যবসায়িক কাজের কারণে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। চাকরি পরিবর্তনের চিন্তাও মাথায় আসতে পারে। অর্থের দিক থেকে দিনটি স্বাভাবিক হবে।
Published at : 07 Jan 2023 09:34 AM (IST)
আরও দেখুন






















