এক্সপ্লোর
Shani Margi 2024: অবশেষে মার্গি শনি, কাদের পুড়বে কপাল, কাদের আর্থিক-চাকরিজীবন উন্নতির শিখরে ? আগামী সময় কেমন ১২ রাশির
চলুন জেনে নেওয়া যাক, শনির মার্গি হওয়া ১২ রাশির মধ্যে কাদের পক্ষে লাভজনক হতে চলেছে এবং কাদের ক্ষতি ?
শনিদেব
1/13

শুক্রবার ১৫ নভেম্বর সন্ধে ৫টা ৯ মিনিটে শনিদেব কুম্ভ রাশিতে বক্রি থেকে মার্গি হয়ে গেল। নিজের মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে শনির মার্গি হওয়া একাধিক রাশির জন্য খুবই উপকারী হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক, শনির মার্গি হওয়া ১২ রাশির মধ্যে কাদের পক্ষে লাভজনক হতে চলেছে এবং কাদের ক্ষতি ?
2/13

মেষ রাশি (Mesh Rashi) - মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, শনির মার্গি হওয়া উপার্জনের উপায় বৃদ্ধির সম্ভাবনা তৈরি করছে। চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ দেবে। শিক্ষাক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তার অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের বিষয়ে যত্ন নেওয়া দরকার। অপ্রয়োজনীয় কাজের দায়িত্ব নেবেন না। অন্যথা আহত হতে পারেন।
Published at : 15 Nov 2024 09:34 PM (IST)
আরও দেখুন






















