এক্সপ্লোর
Friday Astrology: শুক্রে নাগ পঞ্চমী যোগ, একাধিক শুভ যোগে ১২ রাশিতে লাগবে মালামাল, সঙ্গে ভোলেবাবার আশীর্বাদ
Horoscope Friday 8 August: শুক্রবার দিনগুলি কেমন কাটতে চলেছে?

একাধিক শুভ যোগে ১২ রাশিতে লাগবে মালামাল
1/12

মেষ রাশির জাতক জাতিকার দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে সফল হতে পারবেন। আপনার মেধা ও বুদ্ধি দিয়ে বড় সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। ব্যবসা ও চাকরি উভয় ক্ষেত্রেই আজ আপনি অপ্রতিরোধ্য। সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। বয়স্কদের শারীরিক অবস্থার উন্নতি হবে।
2/12

বৃষ রাশির জাতক জাতিকার আজ ব্যয় বৃদ্ধি পাবে। বৈদেশিক কাজের পেছনে বড় ধরনের অর্থ ব্যয় হতে চলেছে। প্রবাসীদের দিনটি ভালো যাবে। কর্মস্থলে আজ হবেন সম্মানিত। ব্যবসায়ীক প্রয়োজনে দূরের যাত্রা করতে হবে। ট্রান্সপোর্ট ব্যবসায় আয় রোজগার বৃদ্ধির সময়। প্রবাসী ভাই বোনের কাছ থেকে ভিসা পেতে পারেন।
3/12

মিথুন রাশির জাতক জাতিকার টাকা প্রাপ্তিতে অগ্রগতি। বাড়িতে বড় ভাই বোনের কাছ থেকে আর্থিক সাহায্য লাভের আশা। আয় রোজগারের ক্ষেত্রে কিছু লাভের সুযোগ পাবেন। বন্ধুদের সাথে একত্রে কোনো বড় কাজে অংশ নিতে পারেন। ঠিকাদারী কাজে নতুন ওয়ার্ক অর্ডার লাভের সম্ভাবনা। বকেয়া বেতন আদায় হতে পারে।
4/12

কর্কট রাশির জাতক জাতিকার দিনটি কর্মক্ষেত্রে সফলতার। চাকরিজীবীরা নিজের কাজের জন্য প্রশংসিত হতে পারবেন। প্রভাবশালী কর্মকর্তার সহায়তায় নতুন পদায়ন বা বদলীর সুযোগ আসবে। অসুস্থ পিতার শারীরিক অবস্থার উন্নতি আশা করতে পারেন। রাজনৈতিক ব্যক্তিদের এড়িয়ে চলাই ভালো।
5/12

সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। জীবীকার প্রয়োজনে বিদেশ যাত্রার চেষ্টা হবে সফল। বিদ্যার্থীদের পড়াশোনায় চলতে থাকা বাধা কাটতে শুরু করবে। ধর্মীয় ও আধ্যাত্মীক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এতে পাবেন মানসিক প্রশান্তি। শিক্ষকের সহায়তায় আপনার মনবাঞ্ছা পূরণ হবে।
6/12

কন্যা রাশির জাতক জাতিকার আর্থিক ঝুঁকি এড়িয়ে চলতে হবে। যন্ত্রপাতি মেরামত জনিত ব্যয় বৃদ্ধি পাবে। প্রভাবশালী কোনো ব্যক্তি আপনাকে হুমকি দিতে পারেন। সতর্ক থাকবেন। রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। আইনগত জটিলতা থেকে সাবধান। কোনো আত্মীয়র স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতে পারেন।
7/12

তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক যোগাযোগে অগ্রগতি হবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আশানুুরুপ আয় রোজগারের আশা । ডিভোর্সী পাত্র পাত্রীদের আজ বিবাহের আলোচনায় অগ্রগতি হবে। সাংসারিক জীবনে জীবন সাথীর পূর্ণ সাহায্য লাভ। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো লাভের আশা।
8/12

বৃশ্চিক রাশির জাতক জাতিকার শারীরিক অবস্থা কিছুটা দূর্বল হতে পারে। হটাৎ করেই সিজেনাল অসুখে ভোগান্তির আশাঙ্কা। কর্মস্থলে সহকর্মীদের দ্বারা শত্রুতার সম্মূখীণ হতে পারেন। অধিনস্ত কর্মচারীর বিশ^স্ততার জন্য বড় ধরনের লোকশানের হাত থেকে রক্ষা পাওয়ার আশা। অনৈতিক কর্মকান্ড এড়িয়ে চলতে চেষ্টা করুন।
9/12

ধনু রাশির জাতক জাতিকার বকেয়াপ্রেম ভালোবাসায় সফল হওয়ার আশা। বহুদিনের প্রেমের পর বিবাহ করার সিদ্ধান্ত নিতে পারেন।। সৃজনশীল কাজকর্মে সফল হওয়ার আশা। শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। সন্তানের সাহায্য সহাযোগিতা পেতে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনায় অগ্রগতির সময়।
10/12

মকর রাশির জাতক জাতিকার দিনটি স্বপ্ন পূরণের। পরিবারের সকলের সাহায্য সহযোগিতায় বিদেশ যাত্রার সুযোগ আসবে। প্রভাবশালী আত্মীয়র কল্যাণে জীবীকার ব্যবস্থা হতে পারে। গৃহ আবাসন লাভের যোগ প্রবল। ই-কমার্সে অর্ডার দেওয়া কোনো পণ্য পেতে পারেন। গৃহস্থালী দ্রব্যাদি ক্রয় করার যোগ।
11/12

কুম্ভ রাশির জাতক জাতিকার বৈদেশিক কাজে আজ অগ্রগতি হবে। ব্যবসা বাণিজ্যে প্রযুক্তির সাথে তাল মেলাতে হবে। চলে আসবে নতুন কোনো ব্যবসায়ীক সুযোগ। ছোট ভাই বোনের কাছ থেকে যথেষ্ট সাহায্য পাওয়ার আশা। তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা পেতে পারেন। দূর্বলতার সুযোগে কেউ যেনো আপনার গোপনীয়তা ফাঁশ করার অপচেষ্টা না করতে পারে।
12/12

মীন রাশির জাতক জাতিকার আর্থিক ভাবে দিনটি বলবান। খুচরা পাইকারী পণ্যর ব্যবসায় সফল হতে পারবেন। আর্থিক জটিলতা কাটিয়ে ওঠার আশা। সঞ্চয়ের সুযোগ আসবে। খাদ্য ও রেস্তোরা ব্যবসায় সফল হওয়ার দিন। শ্যালক শ্যালিকার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা লাভের সম্ভাবনা।
Published at : 09 Aug 2024 05:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
