এক্সপ্লোর
Surya Gochar 2025: গুরুর নক্ষত্রে সূর্যের গোচর, নভেম্বরের শুরুতেই 'সোনার সময়' এই রাশিতে, থাকছে লটারি প্রাপ্তির যোগ
সূর্য নক্ষত্র গোচর ২০২৫: ৬ নভেম্বর সূর্য গুরুর নক্ষত্র বিশাখায় প্রবেশ করবে। এই গোচরে ৩ রাশির জীবনে ভালো পরিবর্তন আসবে।
সূর্য নক্ষত্র গোচর ২০২৫
1/6

নভেম্বর মাসে রাশি পরিবর্তনের আগে সূর্য নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন। সূর্য বিশাখা নক্ষত্রে গোচর করবে, যা গুরুর নক্ষত্র। গুরুর নক্ষত্রে প্রবেশ করে সূর্য তিনটি রাশিকে শুভ ফল প্রদান করবে।
2/6

গ্রহদের অধিপতি সূর্যের গতিতে যখনই পরিবর্তন হয়, তখন এর প্রভাব দেশ-দুনিয়া, আবহাওয়া থেকে রাশিগুলির উপরও পড়ে। কার্তিক পূর্ণিমার পর ৬ নভেম্বর সূর্য দুপুর ২টা ৫৯ মিনিটে স্বাতী নক্ষত্র থেকে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে।
Published at : 06 Nov 2025 12:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















