এক্সপ্লোর
Zodiac Signs: এঁদের নীরবতাকে দুর্বলতা ভাবলে ভুল করবেন, অন্তর্মুখী হন এই রাশি জাতকরা
Astrology: মৌনতাকে দুর্বলতা ভেবে বসি আমরা। বিশেষ কিছু রাশির জাতক এই গোত্রে পড়েন না।
ছবি: পিক্সাবে।
1/11

কথার ফুলঝুরি ছোটে কারও মুখে, কেউ আবার সচরাচর রা কাড়েন না। কঠিন পরিস্থিতিতেও নীরবতা বজায় রাখেন। প্রশ্নবাণে বিদ্ধ হলেও কৈফেয়ত দিতে চান না, সামনের জনের অভাব-অভিযোগ খণ্ডনের তেমন গরজ দেখা যায় না তাঁদের মধ্যে।
2/11

এহেন নীরবতার নানা ব্যাখ্যা রয়েছে নানাজনের কাছে। যুক্তি-তক্কে পেরে না উঠেই চুপ রয়েছেন সামনের জন, নিজের সপক্ষে কিছু বলার নেই বলে ধরে নেন অনেকে। কিন্তু কারও নীরবতাকে তাঁর দুর্বলতা ভেবে নেওয়া ভুল। বিশেষ করে কিছু রাশির জাতকদের দুর্বল ভাবলে ভুল করবেন।
Published at : 26 Jul 2023 09:04 AM (IST)
আরও দেখুন






















