এক্সপ্লোর
Zodiac Signs: কারও দুঃখ-কষ্ট দেখতে পারেন না একেবারে, নিজের সর্বস্ব বিলিয়ে দিতে পারেন এই রাশির জাতকরা
Astrology: শুধুমাত্র নিজের কথা ভাবেন না এঁরা। অন্যের দুঃখ, কষ্ট তাডি়য়ে বেড়ায় এঁদের। তাই সাহায্য করতে সবার আগে এগিয়ে যান।
ছবি: পিক্সাবে।
1/10

একা এসেছি, একা যেতে হবে বলে দিনভর আউড়ে গেলেও, জীবনে পার্থিব কোনও না কোনও জিনিসের উপর মায়া পড়ে যায় আমাদের। পরিশ্রমের টাকায় কেনা বলে হতে পারে, আবার কোনও বস্তুর সঙ্গে আবেগও জড়িয়ে থাকে আমাদের। তাই কিছু কিছু জিনিস কিছুতেই কাছছাড়া করতে চাই না আমরা।
2/10

কিন্তু এক্ষেত্রে কিছু রাশির জাতক একেবারে ব্যতিক্রম। কাউকে কষ্টে থাকতে দেখলে, নিজের অতি প্রিয় জিনিসও দান করে দিতে পারেন এঁরা। কোনও জিনিসের উপর যতই মায়া পড়ে যাক না কেন, তাতে কারও কষ্ট মোচন হলে, বিলিয়ে দিতে পারেন কিছু মানুষ।
Published at : 05 Sep 2023 09:03 AM (IST)
আরও দেখুন






















