এক্সপ্লোর
Commitment Issue in Relationship: সম্পর্কে জড়ালেও প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় আপত্তি, মনের সঙ্গে দ্বন্দ্ব চলে এই রাশির জাতকদের
Astrological Predictions: দ্বন্দ্ব কাজ করে মনে, এই রাশির জাতকদের।

ছবি: ফ্রিপিক।
1/10

সব সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনা জায়গায় পায় না। কিছু সম্পর্ক সময়ের নিয়মে জীবনে আসে, আবার চলেও যায়। প্রতিশ্রুতি, অঙ্গীকারের বালাই থাকে না।
2/10

কিছু রাশির জাতক বিশেষ করে প্রতিশ্রুতি, অঙ্গীকারে ভয় পান। একাধিক কারণ এর জন্য দায়ী।
3/10

মিথুন রাশির জাতকরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না সহজে। কারও ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধও হতে পারেন না।
4/10

মিথুন রাশির জাতকদের মনে ভয় কাজ করে। এঁদের অনেক অপশন লাগে। অঙ্গীকারবদ্ধ হয়ে পড়ার আগে যাবতীয় অপশন পরখ করে দেখতে চান।
5/10

ধনু রাশির জাতকরা জীবনে রোমাঞ্চ চান। নতুন অভিজ্ঞতা খোঁজেন এঁরা। এঁদের প্রতি আকর্ষণ জন্মালেও, গোড়াতেই ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করবেন না।
6/10

ধনু রাশির জাতকরা কোনও কিছুর সঙ্গে বা কারও সঙ্গে বাঁধা পড়ে যাওয়ায় ভয় পান। ব্যক্তি স্বাধীনকুম্ভ রাশির জাতকরা চিরাচরিত রীতিনীতি মানেন না। সম্পর্কের ক্ষেত্রেও তা প্রযোজ্য। কুম্ভ রাশির জাতকরা সহজে কারও প্রতি টান অনুভব করেন না। প্রতিশ্রুতিও দেন না সহজে।। সময় এবং পরিস্থিতি বিচার করে এগোন এঁরা।তা অত্যন্ত জরুরি এঁদের কাছে। কাউকে ভালবাসেন বলে আপস করতে চান না নিজের চাওয়া-পাওয়ার সঙ্গে।
7/10

কুম্ভ রাশির জাতকরা চিরাচরিত রীতিনীতি মানেন না। সম্পর্কের ক্ষেত্রেও তা প্রযোজ্য। কুম্ভ রাশির জাতকরা সহজে কারও প্রতি টান অনুভব করেন না। প্রতিশ্রুতিও দেন না সহজে।। সময় এবং পরিস্থিতি বিচার করে এগোন এঁরা।
8/10

তুলা রাশির জাতকরা জীবনে ভারসাম্য রাখতে চান। সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার ক্ষেত্রে অনেকটা সময় লাগে এঁদের।
9/10

মেষ রাশির জাতকরা নিজেকে ভালবাসায় বিশ্বাসী। এঁরা স্বাধীনচেতা হন। সম্পর্কে আপস করতে আপত্তি এঁদের। এতে নিজেকে হারিয়ে ফেলার ভয় পান।
10/10

মীন রাশির জাতকরা অত্যন্ত সংবেদনশীল এবং যত্নশীল হন। কাউকে না বলতে পারেন না সহজে। তাই অনেক সময় মন না চাইলও, সম্পর্ক টেনে নিয়ে যান। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Published at : 19 Sep 2024 04:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
