এক্সপ্লোর
Zodiac Signs: ভালবাসার সম্পর্কে অন্তরায় হতে পারে স্বার্থ, একটু বেশিই আত্মকেন্দ্রিক হন এঁরা
Astrology: দু'টি মানুষকে মিলিয়েই গড়ে ওঠে সম্পর্ক। একজন নিজেকে নিয়ে ব্য়স্ত থাকলে কেটে যায় তাল।
ছবি: পিক্সাবে।
1/10

দেখা হল, কথা হল আর মন দেওয়া নেওয়া সেরে ফেলা গেল, সিনেমার পর্দায় সম্ভব হলেও, বাস্তব জীবন অনেকটাই আলাদা। মনের মানুষের খোঁজ পাওয়া মোটেই সহজ নয়। বরং একটা সময় পর আপসও করতে হয় অনেককে।
2/10

সম্পর্কের ভিত্তিই হল পারস্পরিক বিশ্বাস, পরস্পরকে গুরুত্ব দেওয়া। কিন্তু অনেক সময় সম্পর্কে একজন যত্নসীল হলেও, অন্য জন শুধু নিজেকে নিয়েই ভাবেন। নিজের প্রয়োজনকে গুরুত্ব দেন অনেক বেশি। অনেক বেশি আত্মকেন্দ্রিক হন।
Published at : 27 Apr 2023 12:05 PM (IST)
আরও দেখুন






















