এক্সপ্লোর
Zodiac Signs: চারপাশের সবকিছুই মনে হয় সুন্দর, প্রেমে পড়লে কবিতার খাতা ভরিয়ে দেন এঁরা
Astrology: প্রেমে পড়লে গুনগুন গান ধরি বইকি! কেউ কেউ পাতার পর পাতা কবিতা লিখে ফেলেন।
ছবি: পিক্সাবে।
1/10

প্রেমে পড়েছেন আর হাফ ডজন কবিতা নামিয়ে ফেলেননি, এমন মানুষ পাওয়া দুষ্কর। কারণ যে কথা কাউকে বলা যায় না, খাতায় লিখে ফেলা যায় অবলীলায়।
2/10

কিন্তু ভাবা মানেই, কলমের আঁচড়ে কবিতা নামিয়ে ফেলা যায় না। এ ব্যাপারে সিদ্ধহস্ত হন কিছু রাশির জাতক। কবিমন নিয়েই জন্ম তাঁদের। প্রেমে পড়লে তা আরও বিকশিত হয়।
Published at : 30 Apr 2023 06:05 PM (IST)
আরও দেখুন






















