এক্সপ্লোর

Daily Astrology: প্রেমের সম্পর্কে সমস্যা? স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর কাদের? মঙ্গলে মঙ্গল কোন রাশির?

Horoscope Today: এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)। 

Horoscope Today: এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)। 

ফাইল ছবি

1/12
মেষ রাশি - মোটের উপর ঠিকঠাক থাকবে আজকের দিন। চাকরিক্ষেত্রে নিজের কাজের চাপ নিয়ে বেশি হইচই করবেন না। চিন্তামুক্ত হয়ে কাজ করলে সময়ে কাজ পুরো করতে তো পারবেনই, টেনশনও কম হয়ে যাবে।  টাকাপয়সার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করুন ব্যবসায়ীরা। প্রেমের ব্যাপারে সমস্যা থাকলে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে নিতে পারেন। বাড়ির বাচ্চাদের স্বাস্থ্যের ব্যাপারে বেশি নজর দিতে হবে। ওদের পড়াশোনায় নজর দিন। নিজের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। ব্য়ায়াম করবেন। খাওয়াদাওয়া সতর্ক হয়ে করলে ভাল।
মেষ রাশি - মোটের উপর ঠিকঠাক থাকবে আজকের দিন। চাকরিক্ষেত্রে নিজের কাজের চাপ নিয়ে বেশি হইচই করবেন না। চিন্তামুক্ত হয়ে কাজ করলে সময়ে কাজ পুরো করতে তো পারবেনই, টেনশনও কম হয়ে যাবে। টাকাপয়সার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করুন ব্যবসায়ীরা। প্রেমের ব্যাপারে সমস্যা থাকলে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে নিতে পারেন। বাড়ির বাচ্চাদের স্বাস্থ্যের ব্যাপারে বেশি নজর দিতে হবে। ওদের পড়াশোনায় নজর দিন। নিজের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। ব্য়ায়াম করবেন। খাওয়াদাওয়া সতর্ক হয়ে করলে ভাল।
2/12
বৃষ রাশি - চাকরি যাঁরা করেন, নিজের কাজের প্রতি অতি মনোযোগের ফল পাবেন। পদস্থ আধিকারিকরাও খুশি থাকবেন আপনার কাজে। কর্মচারীদের থেকে নিজের দিকে বেশি মনোযোগ দিন ব্যবসায়ীরা। পর নির্ভরশীলতা কমালে ভাল। পড়াশোনার দিকে বেশি মনোযোগ ও  কেরিয়ার গঠন ফোকাস হওয়া জরুরি। প্রকৃতির সঙ্গে একটু সময় বেশি কাটান। মন ভাল থাকবে। হাড়ের সমস্যায় কাল ভুগতে পারেন। ভাল ডাক্তারের সাহায্যে চিকিৎসা করান।
বৃষ রাশি - চাকরি যাঁরা করেন, নিজের কাজের প্রতি অতি মনোযোগের ফল পাবেন। পদস্থ আধিকারিকরাও খুশি থাকবেন আপনার কাজে। কর্মচারীদের থেকে নিজের দিকে বেশি মনোযোগ দিন ব্যবসায়ীরা। পর নির্ভরশীলতা কমালে ভাল। পড়াশোনার দিকে বেশি মনোযোগ ও কেরিয়ার গঠন ফোকাস হওয়া জরুরি। প্রকৃতির সঙ্গে একটু সময় বেশি কাটান। মন ভাল থাকবে। হাড়ের সমস্যায় কাল ভুগতে পারেন। ভাল ডাক্তারের সাহায্যে চিকিৎসা করান।
3/12
মিথুন রাশি - সময়ের পূর্ণ ব্যবহার চাকরিক্ষেত্রে আপনার কাজ  হালকা করে দেবে। পুরনো কাজও করে ফেলতে পারবেন সময়ে। ব্যবসায়ীরা বিদেশি কোম্পানিতে বিনিয়োগ করতে চাইলে এখন না করাই শ্রেয়। টাকাপয়সা সাশ্রয় করুন। এবং অপেক্ষা করুন। পড়ুয়ারা কমজোরি এমন বিষয়ে বেশি জোর দিন। পরিবারের কারো ব্যবহারে মন খারাপ হতে পারে। বেশি টেনশন করার দরকার নেই। বেশিক্ষণ একজায়গায় বসে কাজ করেন যাঁরা, তাঁরা স্বাস্থ্যের প্রতি একটু বেশি নজর দিন। কোমরের সমস্যায় ভুগতে পারেন অন্যথা।
মিথুন রাশি - সময়ের পূর্ণ ব্যবহার চাকরিক্ষেত্রে আপনার কাজ হালকা করে দেবে। পুরনো কাজও করে ফেলতে পারবেন সময়ে। ব্যবসায়ীরা বিদেশি কোম্পানিতে বিনিয়োগ করতে চাইলে এখন না করাই শ্রেয়। টাকাপয়সা সাশ্রয় করুন। এবং অপেক্ষা করুন। পড়ুয়ারা কমজোরি এমন বিষয়ে বেশি জোর দিন। পরিবারের কারো ব্যবহারে মন খারাপ হতে পারে। বেশি টেনশন করার দরকার নেই। বেশিক্ষণ একজায়গায় বসে কাজ করেন যাঁরা, তাঁরা স্বাস্থ্যের প্রতি একটু বেশি নজর দিন। কোমরের সমস্যায় ভুগতে পারেন অন্যথা।
4/12
কর্কট রাশি- কর্মক্ষেত্রে অন্য কারো কাজের দায়িত্ব আপনার কাঁধে ন্যস্ত হতে পারে। যা খুশি খুশি করতে হবে আপনাকে। ব্যবসায়ীরা অংশীদারি কাজ করলে হিসেব-নিকেশ ভাল করে যাচাই করতে থাকুন। নয়তো সহযোগীর সঙ্গে কথা-কাটাকাটি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা তৈরি হচ্ছেন, পড়ার ধাঁচে বদল আনলে ভাল। বাবা-মায়ের কথার গুরুত্ব দিন। স্বাস্থ্যের কথা বলতে গেলে, থাইরয়েডের সমস্যা ভুগতে পারেন। তাই স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। সময়মত ওষুধ খান।
কর্কট রাশি- কর্মক্ষেত্রে অন্য কারো কাজের দায়িত্ব আপনার কাঁধে ন্যস্ত হতে পারে। যা খুশি খুশি করতে হবে আপনাকে। ব্যবসায়ীরা অংশীদারি কাজ করলে হিসেব-নিকেশ ভাল করে যাচাই করতে থাকুন। নয়তো সহযোগীর সঙ্গে কথা-কাটাকাটি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা তৈরি হচ্ছেন, পড়ার ধাঁচে বদল আনলে ভাল। বাবা-মায়ের কথার গুরুত্ব দিন। স্বাস্থ্যের কথা বলতে গেলে, থাইরয়েডের সমস্যা ভুগতে পারেন। তাই স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। সময়মত ওষুধ খান।
5/12
সিংহ রাশি- ভাল কাটবে দিন। পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলার সময় মনসংযোগ হারাবেন না। খাবারের ব্যবসা করেন যাঁরা, গ্রাহকদের স্বাদবদলের জন্য চেষ্টা করলে ব্যবসায় ভাল হওয়ার সম্ভাবনা। ফলে আর্থিক স্থিতিও ভাল হবে। পরিবার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেন যাঁরা, তাঁদের মধ্য সখ্য বাড়াতে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। স্বাস্থ্যের কথা বলতে গেলে, গরমগরম খাবার ও পানীয় গ্রহণ স্বাস্থ্যের জন্য ভাল হবে।
সিংহ রাশি- ভাল কাটবে দিন। পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলার সময় মনসংযোগ হারাবেন না। খাবারের ব্যবসা করেন যাঁরা, গ্রাহকদের স্বাদবদলের জন্য চেষ্টা করলে ব্যবসায় ভাল হওয়ার সম্ভাবনা। ফলে আর্থিক স্থিতিও ভাল হবে। পরিবার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেন যাঁরা, তাঁদের মধ্য সখ্য বাড়াতে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। স্বাস্থ্যের কথা বলতে গেলে, গরমগরম খাবার ও পানীয় গ্রহণ স্বাস্থ্যের জন্য ভাল হবে।
6/12
কন্যা রাশি - নিজের কাজ সম্পন্ন করতে অলসতা দেখাবেন না। কাজের কোনও রুটিনে গাফিলতি যেন না হয়। অন্যথায়, পদস্থ আধিকারিকদের কাছেও আপনার অভিযোগ পৌঁছে যেতে পারে। ব্যবসায়ীর ব্যবসা বাড়ানোর জন্য অহেতুক স্ট্রেস নেবেন না। কারণ মনে শান্তি থাকলেও কাজ ভাল হবে। যুবক জাতকরা কোনও কাজ করার আগে সেটা নিয়ে বেশি আলোচনা না করাই শ্রেয়। চুপ থাকলেই ভাল। কাজ শেষ করার পরই সেখবর শেয়ার করা যেতে পারে। বাড়ির ছোট হলে বড় দাদা-দিদিদের থেকে সঠিক রাস্তার দিশা পাবেন। শরীরের প্রতি নজর দিতে হবে।
কন্যা রাশি - নিজের কাজ সম্পন্ন করতে অলসতা দেখাবেন না। কাজের কোনও রুটিনে গাফিলতি যেন না হয়। অন্যথায়, পদস্থ আধিকারিকদের কাছেও আপনার অভিযোগ পৌঁছে যেতে পারে। ব্যবসায়ীর ব্যবসা বাড়ানোর জন্য অহেতুক স্ট্রেস নেবেন না। কারণ মনে শান্তি থাকলেও কাজ ভাল হবে। যুবক জাতকরা কোনও কাজ করার আগে সেটা নিয়ে বেশি আলোচনা না করাই শ্রেয়। চুপ থাকলেই ভাল। কাজ শেষ করার পরই সেখবর শেয়ার করা যেতে পারে। বাড়ির ছোট হলে বড় দাদা-দিদিদের থেকে সঠিক রাস্তার দিশা পাবেন। শরীরের প্রতি নজর দিতে হবে।
7/12
তুলা রাশি - খুব ভাল কাটার কথা দিনটি। চাকরিক্ষেত্রে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। কাজের প্রতি একশো শতাংশ সমর্পণের ফল আপনি ভবিষ্যতেও পাবেন। পদোন্নতির রাস্তা সুগম হবে। ব্যবসা করতে চাইলে বন্ধুর সঙ্গে মিলে ব্যবসা শুরু করতে পারেন। যুবক জাতক-জাতিকা নিজেকে একা না মনে করলেই ভাল। কারণ সহযোগী ও বন্ধুবান্ধব কাছাকাছি থাকবেন কাল।  বাড়ির কোনও ব্যাপারে জীবনসঙ্গীর পরামর্শ অবশ্যই নিন। স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন।
তুলা রাশি - খুব ভাল কাটার কথা দিনটি। চাকরিক্ষেত্রে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। কাজের প্রতি একশো শতাংশ সমর্পণের ফল আপনি ভবিষ্যতেও পাবেন। পদোন্নতির রাস্তা সুগম হবে। ব্যবসা করতে চাইলে বন্ধুর সঙ্গে মিলে ব্যবসা শুরু করতে পারেন। যুবক জাতক-জাতিকা নিজেকে একা না মনে করলেই ভাল। কারণ সহযোগী ও বন্ধুবান্ধব কাছাকাছি থাকবেন কাল। বাড়ির কোনও ব্যাপারে জীবনসঙ্গীর পরামর্শ অবশ্যই নিন। স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন।
8/12
বৃশ্চিক রাশি - কর্মক্ষেত্রে পূর্বের কোনও কাজে বদল করতে হতে পারে। ফলে মুড ভাল নাও থাকতে পারে। ব্যবসায়ীর এগিয়ে যাওয়ার চক্করে কোনও নীচ কাজ করবেন না। আইনি জটিলতায় পড়তে পারেন। যুবকেরা খরচ ও বিনিয়োগ, দুটোতেই নিয়ন্ত্রণ রাখবেন। বাকসংযমও জরুরি।  বাড়ির কোনও সমস্যায় চিন্তান্বিত থাকতে পারেন। প্রয়োজনে বড়দের পরামর্শও নিতে পারেন। অ্যালার্জির সমস্যায় ভুগতে পারেন কাল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন।
বৃশ্চিক রাশি - কর্মক্ষেত্রে পূর্বের কোনও কাজে বদল করতে হতে পারে। ফলে মুড ভাল নাও থাকতে পারে। ব্যবসায়ীর এগিয়ে যাওয়ার চক্করে কোনও নীচ কাজ করবেন না। আইনি জটিলতায় পড়তে পারেন। যুবকেরা খরচ ও বিনিয়োগ, দুটোতেই নিয়ন্ত্রণ রাখবেন। বাকসংযমও জরুরি। বাড়ির কোনও সমস্যায় চিন্তান্বিত থাকতে পারেন। প্রয়োজনে বড়দের পরামর্শও নিতে পারেন। অ্যালার্জির সমস্যায় ভুগতে পারেন কাল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন।
9/12
ধনু রাশি - দিন ঠিক থাকবে। কর্মক্ষেত্রে বেশি কথা না বলাই ভাল। অন্যথায় বড় আধিকারিক ক্রোধের বশবর্তী হতে পারেন। বকা খেতে পারেন আপনি। ম্যানুফাকচারিং ক্ষেত্রের ব্যবসায়ীরা লাভ পেতে পারেন কাল। দোকান ও বাড়ি কিনতে চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ অবশ্যই করে নেবেন। বাইরের খাবার এড়িয়ে চলাই ভাল। সমস্যা হতে পারে ডি হাইড্রেশনেরও।
ধনু রাশি - দিন ঠিক থাকবে। কর্মক্ষেত্রে বেশি কথা না বলাই ভাল। অন্যথায় বড় আধিকারিক ক্রোধের বশবর্তী হতে পারেন। বকা খেতে পারেন আপনি। ম্যানুফাকচারিং ক্ষেত্রের ব্যবসায়ীরা লাভ পেতে পারেন কাল। দোকান ও বাড়ি কিনতে চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ অবশ্যই করে নেবেন। বাইরের খাবার এড়িয়ে চলাই ভাল। সমস্যা হতে পারে ডি হাইড্রেশনেরও।
10/12
মকর রাশি- কাজ কীভাবে শেষ করবেন আগেভাগে তার পরিকল্পনা করে রাখুন। ব্যবসায়ীরা সাবধানতা অবলম্বন করবেন। অন্যথায় লোকসানের সামনা করতে হতে পারে। যুবকেরা পড়ায় অধিক মনোযোগ দেবেন। পরিবারে শান্তি বজায় রাখতে সহায়তা করুন। ছোট ছোট কথায় মন না দেওয়াই ভাল। স্বাস্থ্য ফিট থাকবে। তবে আবহাওয়াজনিত কারণে গা-হাতে ব্যথায় ভুগতে হতে পারে।
মকর রাশি- কাজ কীভাবে শেষ করবেন আগেভাগে তার পরিকল্পনা করে রাখুন। ব্যবসায়ীরা সাবধানতা অবলম্বন করবেন। অন্যথায় লোকসানের সামনা করতে হতে পারে। যুবকেরা পড়ায় অধিক মনোযোগ দেবেন। পরিবারে শান্তি বজায় রাখতে সহায়তা করুন। ছোট ছোট কথায় মন না দেওয়াই ভাল। স্বাস্থ্য ফিট থাকবে। তবে আবহাওয়াজনিত কারণে গা-হাতে ব্যথায় ভুগতে হতে পারে।
11/12
কুম্ভ রাশি - ভাল কাটবে আজকের দিন। পদস্থ আধিকারিকদের অধীনে কাজ করতে হতে পারে। ইগো সরিয়ে রাখতে হবে। সম্পত্তি ইত্যাদি নিয়ে ব্যবসা করেন যাঁরা, আজকের দিন তাঁদের জন্য ভাল। যুবকেরা নিজেদের ক্ষমতা ও দক্ষতার উপর পূর্ণ আস্থা রাখুন। অলসতা কাটিয়ে উঠুন।  মানসিকভাবে ভাল থাকা জরুরি। বাবামায়ের সঙ্গে সময় কাটান। ভাল হবে। লিভারে সংক্রমণ জনিত সমস্যায় ভুগতে হতে পারে। ফলে খাওয়াদাওয়ায় নজর দিতে হবে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন।
কুম্ভ রাশি - ভাল কাটবে আজকের দিন। পদস্থ আধিকারিকদের অধীনে কাজ করতে হতে পারে। ইগো সরিয়ে রাখতে হবে। সম্পত্তি ইত্যাদি নিয়ে ব্যবসা করেন যাঁরা, আজকের দিন তাঁদের জন্য ভাল। যুবকেরা নিজেদের ক্ষমতা ও দক্ষতার উপর পূর্ণ আস্থা রাখুন। অলসতা কাটিয়ে উঠুন। মানসিকভাবে ভাল থাকা জরুরি। বাবামায়ের সঙ্গে সময় কাটান। ভাল হবে। লিভারে সংক্রমণ জনিত সমস্যায় ভুগতে হতে পারে। ফলে খাওয়াদাওয়ায় নজর দিতে হবে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন।
12/12
মীন রাশি- লক্ষ্যে অবিচল থাকলে নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারেন। নাহলে লোকসানের মুখ দেখবেন। কোনও বিষয় উদ্বিগ্ন হতে পারেন। তাই মন শান্ত রাখতে যেটা ইচ্ছে করুন। তাতে মনও ভাল থাকবে। ছোট ভাইবোনের দিকে কড়া নজর রাখুন। শ্বশুরবাড়ির সম্পর্কিত কারো থেকে সাহায্য পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। কোনও মানসিক চাপ থাকলে তা থেকে মুক্তি মিলবে। কোনও বড় কাজ শেষ হবে।
মীন রাশি- লক্ষ্যে অবিচল থাকলে নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারেন। নাহলে লোকসানের মুখ দেখবেন। কোনও বিষয় উদ্বিগ্ন হতে পারেন। তাই মন শান্ত রাখতে যেটা ইচ্ছে করুন। তাতে মনও ভাল থাকবে। ছোট ভাইবোনের দিকে কড়া নজর রাখুন। শ্বশুরবাড়ির সম্পর্কিত কারো থেকে সাহায্য পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। কোনও মানসিক চাপ থাকলে তা থেকে মুক্তি মিলবে। কোনও বড় কাজ শেষ হবে।

আরও জানুন জ্যোতিষ

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : জামিন পেলেন কুন্তল ঘোষ, সাময়িক স্বস্তি 'কালীঘাটের কাকু'রও
জামিন পেলেন কুন্তল ঘোষ, সাময়িক স্বস্তি 'কালীঘাটের কাকু'রও
ISKCON On Chinmay Krishna Das : চিন্ময়কৃষ্ণ কেউ নন ইসকনের? তাঁর আন্দোলনে কি পাশে আছে তারা? স্পষ্ট জানাল ইসকন
চিন্ময়কৃষ্ণ কেউ নন ইসকনের? তাঁর আন্দোলনে কি পাশে আছে তারা? স্পষ্ট জানাল ইসকন
Chinmoy Krishna Das : 'আমার প্রভুর নামকে কী করে তোমরা RSS-এর ট্যাগ দিচ্ছ?' জয় শ্রী রাম স্লোগান নিয়ে কী ব্যাখ্যা চিন্ময়কৃষ্ণের?
'আমার প্রভুর নামকে কী করে তোমরা RSS-এর ট্যাগ দিচ্ছ?' জয় শ্রী রাম স্লোগান নিয়ে কী ব্যাখ্যা চিন্ময়কৃষ্ণের?
Sukanya Samriddhi Yojna: প্রয়োজন হলে আগাম কি তোলা যায় সুকন্যা সমৃদ্ধির টাকা?
প্রয়োজন হলে আগাম কি তোলা যায় সুকন্যা সমৃদ্ধির টাকা?
Advertisement
ABP Premium

ভিডিও

Ghanta Khanek Sange Suman ( ২৮.১১.২০২৪) পর্ব ২: জেলে খুন হতে পারেন চিন্ময়কৃষ্ণ? আশঙ্কাপ্রকাশ কলকাতা ইসকনের । মিছিল ঘিরে কলকাতায় ধুন্ধুমার | ABP Ananda LIVEMadan Mitra: 'এখনও বল পায়ে দিলে দু-চারটে লাথি মারতে পারি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মদন মিত্রের | ABP Ananda LIVEBangladesh News: বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন খারিজ করল বাংলাদেশ হাইকোর্ট | ABP Ananda LIVEWestBengal News:DRDO-র সরঞ্জাম ও নথি বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live : জামিন পেলেন কুন্তল ঘোষ, সাময়িক স্বস্তি 'কালীঘাটের কাকু'রও
জামিন পেলেন কুন্তল ঘোষ, সাময়িক স্বস্তি 'কালীঘাটের কাকু'রও
ISKCON On Chinmay Krishna Das : চিন্ময়কৃষ্ণ কেউ নন ইসকনের? তাঁর আন্দোলনে কি পাশে আছে তারা? স্পষ্ট জানাল ইসকন
চিন্ময়কৃষ্ণ কেউ নন ইসকনের? তাঁর আন্দোলনে কি পাশে আছে তারা? স্পষ্ট জানাল ইসকন
Chinmoy Krishna Das : 'আমার প্রভুর নামকে কী করে তোমরা RSS-এর ট্যাগ দিচ্ছ?' জয় শ্রী রাম স্লোগান নিয়ে কী ব্যাখ্যা চিন্ময়কৃষ্ণের?
'আমার প্রভুর নামকে কী করে তোমরা RSS-এর ট্যাগ দিচ্ছ?' জয় শ্রী রাম স্লোগান নিয়ে কী ব্যাখ্যা চিন্ময়কৃষ্ণের?
Sukanya Samriddhi Yojna: প্রয়োজন হলে আগাম কি তোলা যায় সুকন্যা সমৃদ্ধির টাকা?
প্রয়োজন হলে আগাম কি তোলা যায় সুকন্যা সমৃদ্ধির টাকা?
Bangladesh Unrest : 'অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন', চিন্ময়কৃষ্ণকে কী ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের?
'অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন', চিন্ময়কৃষ্ণকে কী ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের?
Humayun Kabir: 'গ্রামের বিধায়ক বলে এমন বিচার ?' ফের বিস্ফোরক হুমায়ুন ; কী লিখলেন শো-কজের জবাবে
'গ্রামের বিধায়ক বলে এমন বিচার ?' ফের বিস্ফোরক হুমায়ুন ; কী লিখলেন শো-কজের জবাবে
Wedding Stocks: ৪৮ লাখ বিয়ে ! এই মরশুমে ছুটবে ৫টি কোম্পানির স্টক, বলছে মতিলাল ওসওয়াল
৪৮ লাখ বিয়ে ! এই মরশুমে ছুটবে ৫টি কোম্পানির স্টক, বলছে মতিলাল ওসওয়াল
EPFO: সাধ্য অনুসারে টাকা জমাতে পারবেন পিএফে, তোলা যাবে এটিএমের সাহায্যেই- কী কী বদল আসছে ?
সাধ্য অনুসারে টাকা জমাতে পারবেন পিএফে, তোলা যাবে এটিএমের সাহায্যেই- কী কী বদল আসছে ?
Embed widget