এক্সপ্লোর
Daily Astrology: প্রেমের সম্পর্কে সমস্যা? স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর কাদের? মঙ্গলে মঙ্গল কোন রাশির?
Horoscope Today: এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
ফাইল ছবি
1/12

মেষ রাশি - মোটের উপর ঠিকঠাক থাকবে আজকের দিন। চাকরিক্ষেত্রে নিজের কাজের চাপ নিয়ে বেশি হইচই করবেন না। চিন্তামুক্ত হয়ে কাজ করলে সময়ে কাজ পুরো করতে তো পারবেনই, টেনশনও কম হয়ে যাবে। টাকাপয়সার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করুন ব্যবসায়ীরা। প্রেমের ব্যাপারে সমস্যা থাকলে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে নিতে পারেন। বাড়ির বাচ্চাদের স্বাস্থ্যের ব্যাপারে বেশি নজর দিতে হবে। ওদের পড়াশোনায় নজর দিন। নিজের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। ব্য়ায়াম করবেন। খাওয়াদাওয়া সতর্ক হয়ে করলে ভাল।
2/12

বৃষ রাশি - চাকরি যাঁরা করেন, নিজের কাজের প্রতি অতি মনোযোগের ফল পাবেন। পদস্থ আধিকারিকরাও খুশি থাকবেন আপনার কাজে। কর্মচারীদের থেকে নিজের দিকে বেশি মনোযোগ দিন ব্যবসায়ীরা। পর নির্ভরশীলতা কমালে ভাল। পড়াশোনার দিকে বেশি মনোযোগ ও কেরিয়ার গঠন ফোকাস হওয়া জরুরি। প্রকৃতির সঙ্গে একটু সময় বেশি কাটান। মন ভাল থাকবে। হাড়ের সমস্যায় কাল ভুগতে পারেন। ভাল ডাক্তারের সাহায্যে চিকিৎসা করান।
Published at : 20 Feb 2024 05:20 AM (IST)
আরও দেখুন






















