এক্সপ্লোর
'জামাই বরণ করতে দারুণ মজা', উচ্ছ্বসিত নতুন শাশুড়ি সুদীপা, আলাপ করালেন হবু পুত্রবধূর সঙ্গেও
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/19151241/Sudipa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/9
![ভাগ্নি শ্রেয়া ভট্টাচার্য ও জামাই অভিলাষের সঙ্গে সুদীপা আনন্দ করেছেন চুটিয়ে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/19204203/9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভাগ্নি শ্রেয়া ভট্টাচার্য ও জামাই অভিলাষের সঙ্গে সুদীপা আনন্দ করেছেন চুটিয়ে।
2/9
![রিসেপশনে স্বামী ও বড় ছেলে আকাশের সঙ্গে সুদীপা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/19194858/8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রিসেপশনে স্বামী ও বড় ছেলে আকাশের সঙ্গে সুদীপা।
3/9
![নিজেই জামাই বরণ করেছেন। শাশুড়ির ভূমিকা পালন করতে দারুণ লাগছে, জানালেন সুদীপা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/19194847/7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজেই জামাই বরণ করেছেন। শাশুড়ির ভূমিকা পালন করতে দারুণ লাগছে, জানালেন সুদীপা।
4/9
![কম লোক থাকায় কাজের চাপ বাড়লেও, মজায় একটুও ঘাটতি পড়েনি। জানিয়েছেন সুদীপা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/19194837/6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কম লোক থাকায় কাজের চাপ বাড়লেও, মজায় একটুও ঘাটতি পড়েনি। জানিয়েছেন সুদীপা।
5/9
![গলায় সাবেকি গিনির গয়নার সাজ। যদিও সাজগোজের জন্য কাজ থামাননি সুদীপা। বিয়ের সব আচার অনুষ্ঠান সামলেছেন। কোমর বেঁধে কাজ করেওছেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/19194825/5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গলায় সাবেকি গিনির গয়নার সাজ। যদিও সাজগোজের জন্য কাজ থামাননি সুদীপা। বিয়ের সব আচার অনুষ্ঠান সামলেছেন। কোমর বেঁধে কাজ করেওছেন।
6/9
![হবু বউমার সঙ্গে মিষ্টি নিজস্বী।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/19194813/4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হবু বউমার সঙ্গে মিষ্টি নিজস্বী।
7/9
![অগ্নিদেবের পুত্র আকাশ। তাঁর হবু স্ত্রী হিন্দোলা। এই ছবিটি পোস্ট করে সুদীপা লিখেছেন, পরিবারে পরবর্তী বিয়ে এঁদেরই। আর ইনিই সুদীপার হবু বৌমা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/19194802/3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অগ্নিদেবের পুত্র আকাশ। তাঁর হবু স্ত্রী হিন্দোলা। এই ছবিটি পোস্ট করে সুদীপা লিখেছেন, পরিবারে পরবর্তী বিয়ে এঁদেরই। আর ইনিই সুদীপার হবু বৌমা।
8/9
![এবিপি আনন্দকে সুদীপা জানালেন, 'বহুদিনের শখ ছিল সুচিত্রা সেনের মতো সাদা বেনারসী শাড়ির। বহু চেষ্টার পর এই শাড়িটি পেয়েছি।' সেই সঙ্গে সাবেকি গয়নায় নজর কাড়েন সুদীপা। স্বামী অগ্নিদেব মোটেই সাজের সময় দেন না। বড় জোর ১০-১৫ মিনিট। সেইটুকু সময়েই তাক লাগিয়ে দিয়েছেন সুদীপা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/19194751/2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এবিপি আনন্দকে সুদীপা জানালেন, 'বহুদিনের শখ ছিল সুচিত্রা সেনের মতো সাদা বেনারসী শাড়ির। বহু চেষ্টার পর এই শাড়িটি পেয়েছি।' সেই সঙ্গে সাবেকি গয়নায় নজর কাড়েন সুদীপা। স্বামী অগ্নিদেব মোটেই সাজের সময় দেন না। বড় জোর ১০-১৫ মিনিট। সেইটুকু সময়েই তাক লাগিয়ে দিয়েছেন সুদীপা।
9/9
![লকডাউনের মধ্যেই অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের পরিবারে বিয়ে। কলকাতার নামী হোটেলে হল বিয়ের অনুষ্ঠান। মামী শাশুড়ি হলেন সুদীপা। গায়ে হলুদ থেকে রিসেপশন, চোখ ধাঁধানো সাজে নজর কাড়লেন তিনি। সুদীপার সাজগোজ নিয়ে নেটদুনিয়াতেও চর্চা তুঙ্গে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/19194741/1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
লকডাউনের মধ্যেই অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের পরিবারে বিয়ে। কলকাতার নামী হোটেলে হল বিয়ের অনুষ্ঠান। মামী শাশুড়ি হলেন সুদীপা। গায়ে হলুদ থেকে রিসেপশন, চোখ ধাঁধানো সাজে নজর কাড়লেন তিনি। সুদীপার সাজগোজ নিয়ে নেটদুনিয়াতেও চর্চা তুঙ্গে।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
অফবিট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)