এক্সপ্লোর
Bharat Mobility Show: একসঙ্গে হাজারও গাড়ির পসরা ! ভারত মোবিলিটি শোয়ের নজর কাড়ল কোন গাড়িগুলি?
Bharat Mobility Show Gallery: ১ ফেব্রুয়ারি দিল্লির প্রগতি ময়দানে শুরু হয়েছে ভারত মোবিলিটি শো। বিভিন্ন গাড়ি নির্মাতা সংস্থা তাদের নতুন গাড়ির মডেল নিয়ে হাজির হয়েছিলেন এই শো-তে। কোন কোন মডেল চমক দিল ?

ছবি- নিজস্ব
1/9

মূলত ইভি এবং হাইব্রিড মডেলের গাড়ির উপরেই জোর দেওয়া হয়েছে এবারের মোবিলিটি শোয়ের থিমে। টাটা মোটরসের নতুন কার্ভ এসইউভি মডেল প্রথমেই নজর কেড়েছে সকলের। ছবি- নিজস্ব
2/9

এটি হাইব্রিড মডেল বলা চলে। ১.৫ লিটার ডিজেল এবং ইভি পাওয়ার ট্রেনের যৌথ সহাবস্থান রয়েছে টাটার এই গাড়িতে। ছবি- নিজস্ব
3/9

ভারত মোবিলিটি শো-তে মঞ্চে দেখা গেল টাটা হ্যারিয়ার ইভি। 'acti.ev' আর্কিটেকচারে বানানো হয়েছে এই গাড়িটি। ছবি- নিজস্ব
4/9

যেমনটি কথা ছিল, মার্সিডিজ বেঞ্জের একটি নতুন কনসেপ্ট দেখানো হয়েছে ভারত মোবিলিটি শো-তে। এর নাম EQG কনসেপ্ট। মূলত EQG বলতে বোঝায় G-Class গাড়ির ইলেকট্রিক ভার্সন যেখানে নিয়ার প্রোডাকশন ফর্মে রাখা হয় মডেলের চেহারা। ছবি- নিজস্ব
5/9

স্লাভিয়া সেডান, কোডিয়ার মত মডেলের পাশাপাশি স্কোডা নিয়ে এল অভিনব ইনিয়াক ইভি। প্রিমিয়াম ইভি মডেল হিসেবেই ভারত মোবিলিটি শো-তে দেখানো হয়েছে এই গাড়িটি। ছবি- নিজস্ব
6/9

মারুতির স্টলেও ঝাঁ চকচকে উপহার। এর নতুন eVX কনসেপ্ট দেখে চোখ ফেরানোই দায়। এটি মারুতির অন্যতম ইলেকট্রিক এসইউভি মডেল। ছবি- নিজস্ব
7/9

হুন্ডাই বাদ পড়েনি এই প্রতিযোগিতা থেকে। এখানে হুন্ডাইয়ের পক্ষ থেকে দেখানো হয় নেক্সো ফুল ফুয়েল গাড়িটি। প্রচুর ফিচার্স রয়েছে এর যা পরে আনুষ্ঠানিকভাবে জানা যাবে। ছবি- নিজস্ব
8/9

মহিন্দ্রার যদিও একটু অন্য ধাঁচের গাড়ি এনেছিল এই ভারত মোবিলিটি শোতে। BE Rall.E মডেলের গাড়িটি দেখানো হয় এই শোতে। ছবি- নিজস্ব
9/9

সবশেষে ল্যাম্বরগিনির নাম না বললেই নয়। হাইব্রিড মডেলের ল্যাম্বরগিনি রিভুল্টো হাইপারকার সকলের নজর কেড়েছে ভারত মোবিলিটি শোতে। ছবি- নিজস্ব
Published at : 03 Feb 2024 12:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
