এক্সপ্লোর
Tata Punch: ১১ লাখের মধ্যেই SUV ! পাঁচ-পাঁচটি এক্স ফ্যাক্টর আছে টাটা পাঞ্চ ইভিতে, জানেন ?
Tata Punch EV Car: বাজারে এসে গেল টাটা পাঞ্চের নতুন ইভি। ইলেকট্রিক ভেহিকলের দুনিয়ায় সাড়া ফেলবে এই মডেলের গাড়ি। নেক্সন ইভির পরেই টাটার এই মডেল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গাড়িপ্রেমীদের মধ্যে।
ছবি- টাটা পাঞ্চ ইভি
1/10

বাজারে এসে গেল টাটা পাঞ্চের নতুন ইভি। ইলেকট্রিক ভেহিকলের দুনিয়ায় সাড়া ফেলবে এই মডেলের গাড়ি। নেক্সন ইভির পরেই টাটার এই মডেল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গাড়িপ্রেমীদের মধ্যে। জেনে নিন এই গাড়ির সেরা ৫ এক্স ফ্যাক্টর। ছবি- টাটা পাঞ্চ
2/10

একেবারে অভিনব ইভি আর্কিটেকচার রয়েছে এই টাটা পাঞ্চ ইভিতে। Acti.EV আর্কিটেকচারের ছোঁয়া লেগেছে এই মডেলে। আর আশা করা যায় ভবিষ্যতেও টাটার ইভি মডেলে এই আর্কিটেকচার দেখা যাবে। ছবি- টাটা পাঞ্চ
Published at : 22 Jan 2024 08:43 PM (IST)
আরও দেখুন






















