এক্সপ্লোর
UPI Payment: ভুল UPI-তে চলে গিয়েছে টাকা? নালিশ জানাবেন কোথায়?
Digital Payment: UPI ID কোনওরকম ভাবে ভুল হলে বা নম্বর ভুল টাইপ হলে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায়। সেক্ষেত্রে কী করণীয়?
নিজস্ব চিত্র
1/10

নগদ নয়। ডিজিটাল লেনদেন। QR কোড স্ক্য়ান করলেই অ্য়াকাউন্টে বা ই-ওয়ালেটে টাকা ট্রান্সফার। মিলেনিয়ালস হোক বা Gen Z. লেনদেনের এই পদ্ধতিই এখন সবার পছন্দের। দ্রুত এবং ঝক্কিবিহীন। নাম UPI
2/10

সারা দেশে ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের জন্য একাধিক UPI পেমেন্ট অ্যাপ রয়েছে। যে কোনও অ্য়াপ ব্যবহার করলেই যে কারও অ্যাকাউন্টে বা ই ওয়ালেটে টাকা পাঠানো সম্ভব। কিন্তু এর সঙ্গেই রয়েছে একটি সমস্যা। সামান্য ভুলে টাকা চলে যেতে পারে অন্য কোনও অ্যাকাউন্টে।
Published at : 23 Jul 2023 05:38 PM (IST)
আরও দেখুন






















