এক্সপ্লোর
PAN Aadhaar Link: কীভাবে করবেন প্যান আধার লিঙ্ক? না করলেই বা কী সমস্যা?
PAN Card: ৩১ মার্চের মধ্যেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে

নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

৩১ মার্চের মধ্যেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে। প্রত্যক্ষ কর সংক্রান্ত নীতি-নির্ধারণের শীর্ষ সংস্থা Central Board of Direct Taxes (CBDT) জানিয়েছে ওই নির্দিষ্ট তারিখের মধ্যেই নাগরিকদের তাঁদের প্যান কার্ডের সঙ্গে আধারের সংযোগ করাতে হবে। ১৯৬১ সালের আয়কর আইনের ১৩৯এএ ধারা অনুযায়ী চলতি অর্থবর্ষের শেষের আগে এই কাজটি করতেই হবে।
2/10

যদি লিঙ্ক না হয় তাহলে PAN- কার্ডটি অকেজো হয়েছে যাবে। অর্থাৎ PAN বা permanent account number অকেজো হয়ে যাবে। যাঁরা এখনও PAN -এর সঙ্গে আধারের সংযোগ করাননি তাঁরা ১০০০ টাকা ফাইন নিয়ে এই লিঙ্ক করাতে পারবেন। বিনামূল্যে এই লিঙ্ক করানো যেত ২০২২ সালের ৩০ জুনের মধ্য়ে। কর মন্ত্রক ছাড়াও, শেয়ার মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা SEBI-ও আধার ও প্যানের সংযোগের কথা বলেছে।
3/10

ভুয়ো প্যান কার্ড ধরার জন্য আধার ও প্যানের বাধ্যতামূলক সংযোগের কথা বলা হয়েছে। ভুয়ো প্যান কার্ডের মাধ্যমে কর ফাঁকি দিয়ে যান অনেকে। এক ব্যক্তির একাধিক প্যান কার্ড থাকলে কর ফাঁকি দেওয়া হলেও তা রোখা সম্ভব হয় না। কর ফাঁকি দেওয়া রুখতেই সরকার এমন পদক্ষেপ নিয়েছে।
4/10

সময়ে লিঙ্ক না করলে কী হবে? আধারের সঙ্গে লিঙ্ক না করা হলে PAN অকেজো হয়ে যাবে। PAN না থাকলে TDS/TCS -আরও বেশি হারে কাটা হতে পারে। শেয়ার মার্কেট লগ্নি বা লেনদেন করা সম্ভব হবে না। একাধিক ব্যাঙ্কিং পরিষেবাও নেওয়া যাবে না। ৫০ হাজার টাকার বেশি ফিক্সড ডিপোজিট করা যাবে না। একসঙ্গে ৫০ হাজার টাকার বেশি নগদ জমা দেওয়া যাবে না। নতুন ডেবিট বা ক্রেডিট কার্ড নেওয়া যাবে না। মিউচুয়াল ফান্ডে লগ্নি করা যাবে, লগ্নি করা টাকা তোলাও যাবে না। ৫০ হাজার টাকার বেশি বিদেশি মুদ্রা কেনা যাবে না।
5/10

ব্যাঙ্কের কাজের জন্য সবচেয়ে জরুরি নথি হল প্যান কার্ড। শুধু ব্যাঙ্কের কাজ নয়, যে কোনও বিনিয়োগের জন্য দরকার পড়ে প্যান কার্ডের। ৩১ মার্চের আগে অবশ্যই আপনার প্যান কার্ড-আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে। সেটা যদি না করেন তাহলে ১ এপ্রিল থেকে অকেজো হয়ে যাবে প্যান কার্ড। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিনিয়োগের কাজ- সব জায়গায় হোঁচট খাবেন। ট্যাক্স রিটার্নেও সমস্যা হবে।
6/10

এই লিঙ্কের কাজটা বাড়িতে বসেই অনলাইনে করা সম্ভব। প্রথমে যেতে হবে ইনকাম ট্যাক্স e-filing পোর্টালে। https://incometaxindiaefiling.gov.in. তার আগে রেজিস্ট্রেশন করতে হবে, Used ID হবে PAN নম্বর। Used ID, পাসওয়ার্ড ও জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে।
7/10

তারপরেই একটি Pop Up উইন্ডো খুলে যাবে। প্যান ও আধার লিঙ্কের তথ্য দিয়ে। লিঙ্কের জন্য প্রোফাইল সেটিংসে গিয়ে link Adhaar অপশনে ক্লিক করতে হবে। যা যা তথ্য চাওয়া হয়েছে তা দিতে হবে, একবার দেখে নিয়ে হবে যাবতীয় তথ্য ঠিক রয়েছে কিনা, বানান ঠিক রয়েছে কিনা।
8/10

আধারে উল্লিখিত তথ্যের সঙ্গে স্ক্রিনে থাকা PAN-এর বিবরণ যাচাই করুন। যদি তথ্যের কোন একটিতেও অমিল মেলে, তাহলে নথির যে কোনও একটিতে একই সংশোধন করতে হবে।
9/10

সব তথ্য় দেওয়া হয়ে গেলে Link Now -তে ক্লিক করতে হবে। তাহলেই হয়ে যাবে পুরো প্রক্রিয়া। https://www.utiitsl.com/ বা https://www.egov-nsdl.co.in/ এই দুটি সাইটেও PAN ও আধার লিঙ্ক করা যাবে।
10/10

আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করার সময়সীমা বাড়ল। মেয়াদ বেড়ে হয়েছে ১৪ জুন। অর্থাৎ আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেটের সুযোগ পাওয়া যাবে। সম্প্রতি এমনটাই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। সাধারণত আধার কার্ডের বিবরণ আপডেটের জন্য ৫০ টাকা ফি প্রয়োজন হয়। তবে আগামী তিনমাস বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। UIDAI- এর অফশিয়াল ওয়েবসাইটে এই আপডেট করা যাবে।
Published at : 27 Mar 2023 08:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
