এক্সপ্লোর
SBI: এই বাজারে ৭.৫০ শতাংশ সুদ, স্টেট ব্যাঙ্ক এফডি দিচ্ছে সুবিধা
SBI
1/10

সরকারি ব্যাঙ্ক সম্পর্কে বদলে যাবে আপনার ধারণা। বেসরকারি ব্যাঙ্কের পাশাপাশি স্থায়ী আমানতেও (FD) বেশি সুদ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক (State Bank Of India) । বর্তমানে ব্যাঙ্ক “We Care" (SBI WeCare Special FD) নামে একটি স্থায়ী আমানতের স্কিম চালাচ্ছে। যেখানে কম সময়ে দ্বিগুণ টাকা পেতে পারেন বিনিয়োগকারী।
2/10

এই FD স্কিমে বিনিয়োগ করে সরাসরি টাকা দ্বিগুণ করতে পারবেন।কোভিড মহামারী চলাকালীন প্রবীণ নাগরিকদের জন্য WeCare FD (SBI WeCare ফিক্সড ডিপোজিট) চালু করেছিল ব্যাঙ্ক। এই বিশেষ FD স্কিমের মেয়াদ আগামী 30 সেপ্টেম্বর 2023 পর্যন্ত বাড়ানো হয়েছে৷ এখানে এই স্কিমের সুবিধাগুলি দেওয়া হল।
Published at : 22 Jul 2023 08:37 AM (IST)
আরও দেখুন






















