এক্সপ্লোর
SBI SMS Alert: প্রতারকদের জাল থেকে বাঁচার উপায় ? SBI পাঠাল এই বার্তা
SBI Alert To Customers: প্রতারকদের থেকে গ্রাহকদের সচেতন করতে ফের বার্তা পাঠাল স্টেট ব্যাঙ্ক। এবার থেকে স্টেট ব্যাঙ্কের নামে যেকোনও মেসেজে পেলেই বিশ্বাস করবেন না।
Cyber Crime
1/9

প্রতারকদের থেকে গ্রাহকদের সচেতন করতে ফের বার্তা পাঠাল স্টেট ব্যাঙ্ক। এবার থেকে স্টেট ব্যাঙ্কের নামে যেকোনও মেসেজে পেলেই বিশ্বাস করবেন না। আগে যাচাই করে নেবেন এই বিষয়গুলি।
2/9

বেশিরভাগ ক্ষেত্রে KYC আপডেটের নামে গ্রাহকদের ঠকায় প্রতারকরা। দ্রুত অ্যাকাউন্টের তথ্য না জানালে তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দেয় জালিয়াতরা।
Published at : 05 Aug 2022 04:56 PM (IST)
আরও দেখুন






















