এক্সপ্লোর
Personal Loan: SBI থেকে ৫ লাখের পার্সোনাল লোন নেবেন ? কত সুদ দিতে হবে ?
Personal Loan Interest Rate: SBI-তে পার্সোনাল লোন নিতে চাইলে আপনাকে ১১.২৫ শতাংশ থেকে ১৫.৪ শতাংশ পর্যন্ত সুদ দিতে হবে আপনাকে। ৫ লাখের ঋণ ৫ বছরের নিলে তাঁকে সুদ বাবদ ১২ হাজার টাকা দিতে হবে।
ছবি সৌজন্য- পিটিআই
1/10

যে কোনও ব্যাঙ্কেই ঋণের জন্য তিন ধরনের মূল ক্যাটাগরি থাকে- ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন, হোম লোন আর বিজনেস লোন। ছবি- পিটিআই
2/10

একেক লোনের ক্ষেত্রে সুদের হারও একেকরকম হয়ে থাকে। আবার একেক ব্যাঙ্কে গেলে একেক রকম সুদের হার থাকে।
3/10

পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি দেখে নেওয়া উচিত যে কোন ব্যাঙ্কে কম সুদে ঋণ পাওয়া যাচ্ছে।
4/10

হোম লোন বা বিজনেস লোনের মত পার্সোনাল লোনে কোনও কো-ল্যাটারাল লাগে না। এটা একটা বড় সুবিধে।
5/10

SBI-তে পার্সোনাল লোন নিতে চাইলে আপনাকে ১১.২৫ শতাংশ থেকে ১৫.৪ শতাংশ পর্যন্ত সুদ দিতে হবে আপনাকে।
6/10

তবে পার্সোনাল লোনের সুদ ছাড়াও ব্যাঙ্ককে প্রসেসিং ফি হিসেবেও এক লপ্তে কিছু টাকা জমা দিতে হয়।
7/10

SBI-এর পার্সোনাল লোনে এই প্রসেসিং ফি হল ১.৫ শতাংশ। অর্থাৎ তা সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত। ছবি- পিটিআই
8/10

কোনও ব্যক্তি যদি ৫ লাখের ঋণ নেন ৫ বছরের জন্য তাহলে তাঁকে সেই ঋণে সুদ বাবদ সর্বনিম্ন ১০,৯৩৪ টাকা থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা দিতে হবে।
9/10

ঋণ শোধ করার সময় কমলে এই সুদের টাকার অঙ্কও কমে যাবে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে সময়ে ঋণ শোধ করা জরুরি
10/10

পার্সোনাল লোনে অন্যান্য সমস্ত লোনের থেকে তুলনায় সুদের হার অনেক বেশি থাকে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও একই নিয়ম অনেকক্ষেত্রে প্রযোজ্য হয়। ছবি- ফ্রিপিক
Published at : 28 Jun 2024 02:16 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















