এক্সপ্লোর
SBI Loan: স্টেট ব্যাঙ্ক দিচ্ছে্ দারুণ সুযোগ, এই চার ধাপেই অ্যাকাউন্টে টাকা
SBI Update: আপনারও যদি দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর।
Money
1/10

আপনারও যদি দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। এখন মাত্র কয়েক মিনিটেই মধ্যেই ইচ্ছে অনুযায়ী টাকা পেয়ে যাবেন আপনি।
2/10

গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে SBI। যেখানে মাত্র ৪ ক্লিকে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তাই এখন যখনই আপনার অর্থের প্রয়োজন হবে, এসবিআই (State Bank Of India) আপনার অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করবে।
3/10

স্টেট ব্যাঙ্ক এখন গ্রাহকদের জন্য প্রাক-অনুমোদিত ব্যক্তিগত ঋণের (Pre Approved Personal loan) সুবিধা দিচ্ছে। যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী মিনিটের মধ্যে ঋণ নিতে পারেন।
4/10

স্টেট ব্যাঙ্ক টুইট করে এই তথ্য জানিয়েছে। ব্যাঙ্ক টুইটে লিখেছে, মাত্র ৪ ক্লিকেই পাবেন এই সুবিধা। SBI-এর প্রাক-অনুমোদিত এই ব্যক্তিগত ঋণ ছাড়াও আপনি YONO App ও Online SBI-এর মাধ্যমে ঋণ নিতে পারবেন।
5/10

ব্যাঙ্কের এই সুবিধার সুবিধা নিতে ও আরও তথ্যের জন্য আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মাত্র একটি এসএমএস করতে হবে। ব্যাঙ্ক লিখেছে যে, আপনি মাত্র ৪ ক্লিকে আপনার প্রাক-অনুমোদিত ব্যক্তিগত ঋণ পেতে পারেন।
6/10

এছাড়াও, আপনি YONO ও OnlineSBI-এর মাধ্যমে তাত্ক্ষণিক ঋণ পাবেন। এই কাজের জন্য আপনাকে ব্যাঙ্কের শাখায় যাওয়ার দরকার নেই। আপনার সবে কাজ ঘরে বসেই হয়ে যাবে।
7/10

কীভাবে ঋণ পাবেন ? ১ প্রথমে YONO অ্যাপে লগ ইন করুন। এরপর Avail now-এ ক্লিক করুন।
8/10

এই পর্বে ঋণের পরিমাণ নির্বাচন করুন। অবশেষে রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো ওটিপি লিখুন।
9/10

এর পরে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। এই প্রি অ্যাপপ্রুভড লোন নেওয়ার কিছু পদ্ধতি রয়েছে।
10/10

ব্যাঙ্কে গিয়ে আগে এই বিষয়ে খোঁজ নিতে হবে গ্রাহককে। তবে যখন তখন অ্যাকাউন্টে আসবে ঋণের টাকা।
Published at : 25 Jul 2022 01:08 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















