এক্সপ্লোর
Maruti XL6 2022 launched: কিয়া ক্যারেন্সের সঙ্গে হবে টক্কর, দেখে নিন ফেসলিফটেড Maruti XL6-এর ছবি

2022 Maruti XL6
1/8

দেশের বাজারে লঞ্চ হল 2022 Maruti XL6-এর ফেসলিফটেড মডেল। যা Ertiga-র উপর ভিত্তি করে তৈরি করেছে কোম্পানি। তবে আরটিগার মতো এই গাড়ি এমপিভি হলেও এতে কিছুটা SUV-র স্টাইলিং দেওয়া হয়েছে।
2/8

নতুন ফেসলিফটেড মডেলে ডিজাইনের বৈচিত্র সহ দেওয়া হয়েছে ভরপুর ফিচার। কোম্পানি এর দাম রেখেছে ১১.২৯ লক্ষ টাকা। যদিও এটি গাড়ির এক্স শোরুম প্রাইস।
3/8

গাড়ির জ্বালানি দক্ষতা এখন অটোমেটিকের ক্ষেত্রে 20.27 kmpl ও ম্যানুয়ালের জন্য 20.57 km পাবেন ক্রেতা। XL6 এখন মারুতি রেঞ্জের মতো কেবল একটি পেট্রল ইঞ্জিনের সঙ্গেই পাওয়া যাবে। এই ইঞ্জিনটিও একটি স্টার্ট/স্টপ ফাংশন সহ একটি স্মার্ট হাইব্রিড অপশন দিচ্ছে।
4/8

সাম্প্রতিক 7 ইঞ্চির মারুতি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্য পুরোনো XL6 -এর কেবিনে একটি নতুন আপগ্রেড করা হয়েছে। এটি বালেনোর মতোই একটি মাল্টি টাইল সিস্টেম সহ নতুন ইন্টারফেসের সঙ্গে লাগানো হয়েছে।
5/8

অন্যান্য বড় আপগ্রেডগুলির মধ্যে রয়েছে একটি নতুন 360-ডিগ্রি ক্যামেরা সিস্টেম। যার অনেকগুলি ভিউ অ্যাঙ্গেল রয়েছে। এতে রিমোট অ্যাক্সেস (স্মার্ট ওয়াচের মাধ্যমে) ও 40টি অন্যান্য কানেকটেড কার টেকনোলজির মতো বৈশিষ্ট্যগুলি পাবেন।
6/8

গাড়ির সামনের সিটগুলি ভেন্টিলেটেড এছাড়াও ক্রুজ কন্ট্রোল, স্মার্টফোন সংযোগ ও আরও অনেক কিছু সহ পাবেন। যাত্রী সুরক্ষার জন্য এখন টপ-এন্ড ট্রিমে 6টি এয়ারব্যাগ পাওয়া যায়। XL6-এ দ্বিতীয় সারিতে ক্যাপ্টেন সিট রয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে এতে 4টি এয়ার ব্যাগ, একটি টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, হিল হোল্ড অ্যাসিস্ট সহ ইএসপি রয়েছে।
7/8

পুরোনো XL6 এর ইঞ্জিন বদলে এখন একটি নতুন 1.5-লিটার ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে গাড়িতে। যা 104 bhp/ 137Nm শক্তি তৈরি করে৷ স্ট্যান্ডার্ড মডেলে একটি 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স পাবেন গাড়িতে।
8/8

নতুন XL6 হল একটি বড় আপডেট যেখানে নতুন লুকের সামনের দিকে একটি বড় গ্রিল রয়েছে। যার মাঝখানে একটি বড় ক্রোম বার দিয়েছে মারুতি। অনেকটা নতুন সুইফটের মতোই দেখতে লাগছে মারুতির এই গাড়ি। সামনের বাম্পারটিও আপডেট করা হয়েছে । এখন SUV-এর মতো স্কিড প্লেট ও ক্ল্যাডিং দেওয়া হয়েছে গাড়িতে।
Published at : 21 Apr 2022 03:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
