এক্সপ্লোর
Gold Price Today: আজ কমেছে সোনার দাম, জেনে নিন রাজ্য়ের রেট
gold price
1/8

নতুন বছরের তৃতীয় দিনেই কমল সোনা-রূপোর দাম। শেয়ার বাজার (Stock Market) পড়ার সঙ্গে আজ তাল মিলিয়েছে সোনার দর।। বাজার বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরে ৭০ হাজার টাকা ছাড়িয়ে যাবে সোনার দাম (Gold Price)। জেনে নিন, আজ রাজ্যে কত হয়েছে সোনার রেট (Gold Price Today) ।
2/8

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর।
Published at : 03 Jan 2024 04:00 PM (IST)
আরও দেখুন






















