Abas Scam : বিডিও অফিসে ঢুকতে বাধা, জোর করে দরজা খুলে ঢুকল বিজেপি
ABP Ananda LIVE : আবাসে দুর্নীতি। সিউড়ি BDO অফিসে তুলকালাম। বিডিও অফিসে ঢুকতে বাধা, জোর করে দরজা খুলে ঢুকল বিজেপি। বিডিওর সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি নেতারা। ধমক বিজেপি জেলা সভাপতির।
বাংলাদেশ ইস্যুতে সরগরম দেশের সংসদ। একদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করলেন তৃণমূল নেতৃত্ব, শান্তিবাহিনী পাঠানোর জন্য রাষ্ট্রপুঞ্জকে অনুরোধ জানাতে বললেন তাঁরা। অন্য দিকে, বর্তমান পরিস্থিতির জন্য বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের দিকেই আঙুল তুললেন। মঙ্গলবার লোকসভায় বাংলাদেশ ইস্যুতে মুখ খোলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। গতকাল রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি জানান, এদিন লোকসভায় সেই দাবিই তুলে ধরেন সুদীপ। তিনি বলেন, "আমাদের প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে, খুন করা হচ্ছে। বাংলাদেশে আমাদের প্রতিবেশী, আমাদেরই রাজ্যের লাগোয়া। আমাদের আবেদন, বাংলাদেশে অবিলম্বে শান্তি বাহিনী পাঠানোর জন্য ভারত সরকার রাষ্ট্রপুঞ্জে আবেদন জানাক। ভারত সরকার একেবারে নিশ্চুপ, তার কারণ সরকারই ভাল জানে। আমাদের মু্খ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, এ ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তই মেনে নেব আমরা, একসঙ্গে কাজ করব। অতীতের অভিজ্ঞতা বলছে, বাংলাদেশ থেকে শরণার্থীরা সীমান্ত পেরিয়ে আমাদের রাজ্যে ঢোকেন। সরকারকে এ নিয়ে অবস্থান জানাতে হবে। বিদেশমন্ত্রী সংসদে এসে এ নিয়ে ব্যাখ্যা দিন।"